বিনোদন
১০ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘ফাতিমা’
স্টাফ রিপোর্টার
২৫ মে ২০২৪, শনিবার
অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার হাজির হয়েছেন বড় পর্দায়। তার অভিনীত সিনেমা ‘ফাতিমা’ গতকাল মুক্তি পেয়েছে ১০ প্রেক্ষাগৃহে। এই সিনেমা দিয়ে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অসাধারণ অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন ফারিণ। সিনেমার পরিচালক ধ্রুব হাসান। ইতিমধ্যে ছবিটি বেশকিছু উৎসব থেকে সম্মাননা ও প্রশংসা পেয়েছে।