ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

রাফা অঞ্চলে পূর্ণমাত্রার ইসরাইলি হামলার আশঙ্কা, পশ্চিম তীরে নিহত ১২ ফিলিস্তিনি

মানবজমিন ডেস্ক

(৭ মাস আগে) ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার, ১২:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪৯ অপরাহ্ন

mzamin

গাজার দক্ষিণাঞ্চল রাফায় ইসরাইলের পূর্ণমাত্রার হামলার আশঙ্কা করা হচ্ছে। সেখানে ইসরাইল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) উপস্থিতি আগের তুলনায় উদ্বেগজনকভাবে বেড়েছে। অনলাইন আল জাজিরা জানিয়েছে, রাফা এবং জাবালিয়ার উত্তরাঞ্চলে ইসরাইলি সৈন্যদের ব্যাপক উপস্থিতিতে সেখানের বেসামরিক জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। এতে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে তুমুল লড়াইয়ে লিপ্ত হয়েছে আইডিএফ। তবে সেখানে ইসরাইলের হামলায় মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বেসামরিক সাধারণ লোকজন। রাফায় হামলা জোরদারের পাশাপাশি গাজার পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরার প্রকাশিত ছবিতে পশ্চিম তীরে বেসামরিক লোকজনকে ইট-পাথর দিয়ে ইসরাইলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা গেছে।

রাফায় অবরুদ্ধ করা নাহাল ব্রিগেডের সঙ্গে যুক্ত হয়েছে ইসরাইলের আরো সেনা সদস্য। সেখানে হামাসকে লক্ষ্য করে ইসরাইল হামলা পরিচালনা করছে বলে দাবি করেছে তেল আবিব। তবে জাতিসংঘ বলছে রাফায় ইসরাইলের হামলা জোরদার হওয়ায় সেখান থেকে গত দুই সপ্তাহে অন্তত নয় লাখ আশ্রয় প্রার্থী বাস্তুচ্যুত হয়েছে। 

এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের সরকার। এতে ক্ষোভ প্রকাশ করেছে ইসরাইল। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই স্বীকৃতিকে ‘একতরফা স্বীকৃতি’ হিসেবে উল্লেখ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের ওই তিন দেশ ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার ঘোষণার পরপরই রাফায় ইসরাইলি সেনাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে সেখানে ইসরাইল পূর্ণমাত্রার হামলা চালানোর শঙ্কা বেড়েছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 

উল্লেখ্য, দখলদার ইসরাইলের গত সাত মাসের বেশি সময়ের হামলায় নিহত হয়েছেন ৩৫ হাজার ৭০৯ ফিলিস্তিনি। আহতের সংখ্যা ৮০ হাজার ছুঁই ছুঁই। গাজার এমন ভয়াবহ পরিস্থিতির পরেও ইসরাইলকে প্রশ্নাতীত সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status