ঢাকা, ২১ জুন ২০২৫, শনিবার, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

বিএনপি’র আরও ১৩ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার
২৩ মে ২০২৪, বৃহস্পতিবার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় আরও ১৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। তারা আগামী ৫ই জুন উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপে লড়াই করছেন। বুধবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ৫ই জুন অনুষ্ঠিতব্য ৪র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি’র যে সব নেতৃবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 বহিষ্কৃত নেতারা হলেন: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি মোসা. সাবানা বেগম (মহিলা ভাইস চেয়ারম্যান), রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. খায়রুল ইসলাম (ভাইস চেয়ারম্যান), রংপুর জেলার ৩নং ইকরচালি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম (ভাইস চেয়ারম্যান), নওগাঁ জেলার মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মনজিৎ কুমার সরকার (চেয়ারম্যান), টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা বিএনপি’র সদস্য নুরুল ইসলাম খান রাজু (ভাইস চেয়ারম্যান), টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ফারুক হোসেন (চেয়ারম্যান)। এ ছাড়া হবিগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান (চেয়ারম্যান), মাদবপুর পৌর বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ (ভাইস চেয়ারম্যান), মাদবপুর উপজেলা মহিলা দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোসা. সেলিনা আক্তার (মহিলা ভাইস চেয়ারম্যান), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিএনপি’র উপদেষ্টা মো. ফারুক (চেয়ারম্যান), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম (চেয়ারম্যান), কুমিল্লা উত্তর জেলা হোমনা পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোসা. নাজমা হক (মহিলা ভাইস চেয়ারম্যান) এবং বরগুনা জেলার তালতলী উপজেলা বিএনপি’র সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক (চেয়ারম্যান)। এই অভিযোগে প্রথম ধাপে ৮০ জনকে এবং দ্বিতীয় ধাপে ৬৯ জনকে বহিষ্কার করেছে দলটি। এরপর তৃতীয় ধাপে গত ১৫ই এপ্রিল ৫১ জন এবং পরদিন আরও ৪ জনকে বহিষ্কার করা হয়।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status