দেশ বিদেশ
বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নেয়া স্থগিত করেছে মালদ্বীপ
মানবজমিন ডেস্ক
২২ মে ২০২৪, বুধবারঅবৈধ নিয়োগের কারণে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নেয়া স্থগিত করেছে মালদ্বীপ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা রিফাত বলেছেন, কিছু কোম্পানি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ভুয়া ডকুমেন্ট জমা দিয়েছে এ বিষয়টি পর্যবেক্ষণের পর এক মাস আগে বাংলাদেশি অদক্ষ শ্রমিক নিয়োগ স্থগিত করা হয়। এ খবর দিয়েছে মালদ্বীপের অনলাইন সান। মুখপাত্র আরও বলেছেন, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। মালদ্বীপে অবৈধ অভিবাসী একটি দীর্ঘদিনের সমস্যা। এ সমস্যা সমাধানের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ‘কুরাঙ্গি’ নামে বিশেষ অভিযান চালু করেছে। এরই মধ্যে এ প্রচেষ্টায় কমপক্ষে ৭০০ অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দেয় মালদ্বীপ। বর্তমান প্রশাসন ওই নিষেধাজ্ঞা গত বছর ডিসেম্বরে তুলে নেয়। ডিসেম্বরে দেয়া সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইহসান বলেন, বাংলাদেশি শ্রমিকদের সক্রিয় ওয়ার্ক পারমিট আছে ১,৩৯,২২০ জনের। ডিসেম্বর নাগাদ মালদ্বীপে অবস্থান করছিলেন ৯০,৬৪২ জন শ্রমিক।