ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

‘কিশোরগঞ্জ সদরে প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে’

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

(১ সপ্তাহ আগে) ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৭:৪৪ অপরাহ্ন

mzamin

পেশীশক্তি, বলপ্রয়োগ, কেন্দ্র দখল ও ব্যাপক জাল ভোটের মাধ্যমে কিশোরগঞ্জ সদর উপজেলায় প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মামুন আল মাসুদ খান। এমনকি প্রার্থী হওয়া সত্ত্বেও একটি কেন্দ্রে তিনি ঢুকতে পারেননি। বৃহস্পতিবার বিকালে জেলা শহরের গাইটাল এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন তিনি। মামুন আল মাসুদ খান কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বেসরকারি ফলাফল অনুযায়ী, ২ হাজার ৭৮৮ ভোটের ব্যবধানে মামুন আলম মাসুদ খান পরাজিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪২ হাজার ১৫৪ ভোট। অন্যদিকে বিজয়ী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন (মোটর সাইকেল) ৪৪ হাজার ৯৪২ ভোট পেয়েছেন।
সংবাদ সম্মেলনে মামুন আল মাসুদ খান অভিযোগ করেন, চারটি ইউনিয়নকে তিনি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ণিত করে রিটার্নিং অফিসারের কাছে তালিকা জমা দিয়েছিলেন। কিন্তু ভোটের দিন পরিদর্শনে গিয়ে তিনি এসব ইউনিয়নে ব্যাপক অনিয়ম দেখতে পান। প্রার্থী হওয়ার পরও বৌলাই সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি নিজে ঢুকতে পারেননি। তার দিকে তেড়ে এসেছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে।

বিজ্ঞাপন
এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। পুরো কেন্দ্রকে ঘেরাও করে তারা তাদের নিয়ন্ত্রণে রেখেছিল। তিনি বলেন, এ রকম একটি অস্বচ্ছ নির্বাচন হবে আমি প্রত্যাশা করিনি।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status