ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

পাকুন্দিয়া উপজেলা নির্বাচন

শেষ মুহূর্তে বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৬ মে ২০২৪, সোমবার

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে আগামী ৮ই মে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় সরগরম চায়ের স্টল থেকে পাড়া-মহল্লা ও অফিসপাড়া। কে হচ্ছেন চেয়ারম্যান, কে ভাইস চেয়াম্যান, মহিলা ভাইসচেয়ারম্যান পদে কেই-বা এগিয়ে আছেন এনিয়ে ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। জানা গেছে, পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে যারা লড়ছেন তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু (মোটর সাইকেল), পদত্যাগকারী ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন (আনারস), আলহাজ্ব মো. মকবুল হোসেন (কৈ মাছ), একেএম দিদারুল হক (দোয়াত কলম) ও হাবিবুর রহমান চুন্নু (হেলিকপ্টার)। এর মধ্যে চারজন প্রার্থী শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকলেও প্রচারণা বন্ধ রয়েছে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান চুন্নুর।  ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মো.জুয়েল মিয়া (মাইক), সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক বাচ্চু (তালা) ও আতাউর রহমান সোহাগ (উড়োজাহাজ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল (কলস) ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার বিথী (ফুটবল) প্রতীক নিয়ে লড়ছেন। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন বর্তমান চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু। এবারও জয় পেতে মরিয়া হয়ে প্রচারণা চালাচ্ছেন।

বিজ্ঞাপন
অপরদিকে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমদাদুল হক জুটন। জয়ী হতে তিনিও রাতদিন প্রচারণায় রয়েছেন। সাবেক এমপি একেএম শামছুল হক গোলাপ মিঞার ছেলে একেএম দিদারুল হক প্রার্থী হয়ে পিতার ইমেজকে কাজে লাগিয়ে জোর প্রচারণায় ব্যস্ত রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ মো.মকবুল হোসেন পরিষদে সচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। তাছাড়া ভাইস চেয়ারম্যন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও শেষ মুহূর্তে বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তবে তীব্র দাবদাহ, বোরো মৌসুম চলমান থাকা ও বিরোধী দলের অংশগ্রহণ না থাকায় নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে নানা মত রয়েছে। জানা গেছে, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৪ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার সংখ্যা এক লাখ ১২ হাজার চারজন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে পাকুন্দিয়া উপজেলার ৮৫টি কেন্দ্রে আগামী ৮মে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status