ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সীতাকুণ্ডে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
৬ মে ২০২৪, সোমবার

সারা দেশের মতো সীতাকুণ্ড পল্লী বিদ্যুৎ সমিতিতেও কর্মবিরতি শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় সীতাকুণ্ডে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে- বৈষম্য দূরীকরণসহ কর্মচারীদের পদমর্যাদা সরকার ঘোষিত গ্রেডিং ১-২০ বাস্তবায়ন,  ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫% বিশেষ প্রণোদনা প্রদান, এপিএ বোনাস সমহারে না দেয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা, কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা ও যথাসময়ে পদন্নোতি না করাসহ অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। সীতাকুণ্ড উপজেলার শেখপাড়ায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৩৫০ জন কর্মকর্তা ও কর্মচারী মিলে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের  সামনে এই কর্মবিরতি পালন করেন। প্রতিষ্ঠানের চাকরি করলেও পদ-পদবি বেতন ভাতা বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন তারা। এতে উপস্থিত ছিলেন- ডিজিএম (সদর কারিগরি) অন্যান্য ডিজিএমসহ, সকল এজিএম সকল সুপার ভাইজার ও সকল স্থরের কর্মকতা ও কর্মচারীগণ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status