ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নাফ নদী থেকে ১০ বাংলাদেশি জেলেকে অপহরণ

অনলাইন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৯:২১ অপরাহ্ন

টেকনাফের নাফ নদীতে মাছ শিকারে যাওয়া ১০ বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মি। বুধবার (১লা মে) সকালে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে নাফ নদীতে মাছ ধরতে গেলে অপহরণের ঘটনাটি ঘটে।  তবে বুধবার দুপুরে অপহরণ করা হলেও আজ বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি জানাজানি হয়। এতে অপহৃত জেলে পরিবার উদ্বিগ্ন। 
অপহৃত জেলেরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল ৩নং ওয়ার্ড এলাকার জানে আলম (৩৫), আবদুর রহিম (৪০), আনোয়ারুল ইসলাম (৩৭), সাইফুল ইসলাম(৩০), আইয়ুবুল ইসলাম (৩০), শাহীন (২০) ,  এছাড়া ৪নং ওয়ার্ড গৌজঘোনা এলাকার আবদুর রহিম (৫২), ৫নং ওয়ার্ড পুটিবনিয়া এলাকার ওসমান গণি (৩০), ওসমান (৩৫), আবুল হাশিম (৩৫)। 
পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১০ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরকান আর্মির সদস্যরা। তারা নদীতে মাছ শিকার করছিল। এ ব্যাপারে ঊর্ধ্বতন প্রশাসনকে জানানো হয়েছে।
এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. তানবীর হোসেন বলেন, ‘গতরাত ১টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনার বিষয়ে জানার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে। যেহেতু এটি আন্তর্জাতিক সমস্যা। তাই বিজিবির হস্তক্ষেপে এটি সমাধানের প্রচেষ্টা চলছে।

 

বিজ্ঞাপন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status