ঢাকা, ৬ মে ২০২৪, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

ভারতীয় পরিকল্পনায় ফরিদপুরে মুসলিম দু'সহোদরকে হত্যা: রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৭:৩৮ অপরাহ্ন

mzamin

সম্প্রতি ফরিদপুরের মধুখালি মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহ জনক মুসলিম দুই সহোদরকে হত্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হিন্দুধর্মাবলম্বীদের অস্ত্রের মহড়া কিসের ইঙ্গিত- এমন মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশব্যাপী ধর্মীয় বিদ্বেষ ছড়াতে ভারতীয় পরিকল্পনায় ফরিদপুরে মুসলিম দু'সহোদরকে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল -২৪) বিকালে আসাদগেট জিইউপি মিলনায়তনে জাগপার  নেতৃবৃন্দের সাথে ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 
রাশেদ প্রধান আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে  মনে রাখতে হবে বাংলাদেশ সম্প্রীতির মেলা ভূমি। এদেশে মুসলিম -হিন্দু, খ্রিস্টান -বৌদ্ধ কাউকে আলাদা করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়া যাবে না! তবে মন্দিরে পূজা করা যাবে, এমন পরিস্থিতি মেনে নিতে পারি না! আমরা স্বজাতি হিসেবে দেশটাকে এগিয়ে নিতে চাই। কারো চিরস্থায়ী ক্ষমতার জন্য কোন ধর্মের মানুষের সাথে বিভেদ সৃষ্টি করতে চাই না।
তিনি আরো বলেন, দেশের সার্বভৌমত্ব দখল, গণতন্ত্র হত্যা, ভোটাধিকার হরণ সহ দিল্লির সুদূর পরিকল্পনা ইতিমধ্যে চূড়ান্ত সময় অতিক্রম করছে ! তবে ফরিদপুরে মন্দিরে অগ্নিসংযোগ ও সন্দেহ জনক ভাবে হত্যাকান্ডের  ঘটনা স্বাভাবিক ঘটনা নয়! এই হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। 
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর জাগপার সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু,যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দীন, আসাদুজ্জামান বাবুল, মনোয়ার হোসেন, মোঃ সাজু মিয়া, দিদার হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

ফরিদপুরে মন্দিরে আগুন, হত্যাকাণ্ড/ বিচার বিভাগীয় তদন্ত চায় হেফাজত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status