ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

সাম্প্রদায়িক অপতৎপরতা রুখে দেয়ার আহ্বান গণসংহতি আন্দোলনের

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২১ এপ্রিল ২০২৪, রবিবার, ৭:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৫ অপরাহ্ন

mzamin

বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক, উগ্র এবং নিপীড়নকারী দেশ হিসেবে চিহ্নিত করার অপতৎপরতা রুখে দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলন। বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

নেতৃবৃন্দ বলেন, ফরিদপুরের মধুখালীতে মন্দিরে প্রতিমায় আগুন দেয়ার অভিযোগ তুলে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি, এই ঘটনা দেশে যে অগণতান্ত্রিক ও অসহিষ্ণু সংস্কৃতি চালু হয়েছে তারই ফলাফল। যখন রাষ্ট্র নিজেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে এবং তাকে প্রশ্রয় দেয় তখন জনগণের ভেতরেও এই ধরণের পিটিয়ে মারার সংস্কৃতি চালু হয়। ঘটনার বিবরণে জানা যায়, এই শ্রমিকরা অভিযোগকৃত আগুন দেয়ার ঘটনায় আদৌ জড়িত ছিলেন এমন কোন প্রমাণ নেই। এমনকি যদি প্রমাণ থাকতো তবুও তাদের পিটিয়ে মেরে ফেলার অধিকার কারো নেই। এরকম পরিস্থিতিতে তাদের আটক করে আইনের হাতে সোপর্দ করাই হল নাগরিকের কর্তব্য। 

তারা বলেন, দুর্ভাগ্যজনক বিষয় হলো বাংলাদেশ এ ধরণের কোন ঘটনার বিচার এবং দোষীদের আইনগতভাবে শাস্তি দেয়ার নজির আমরা দেখতে পাই না। বরং এগুলোকে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে রাজনীতির হাতিয়ার করা হয়। বর্তমান সরকারের শাসনামলে হিন্দু মন্দিরে বা বৌদ্ধমন্দির অগ্নিসংযোগ ও ভাঙচুর এগুলোর কোনোটিই বিচার সম্পন্ন হয়নি। এরআগে ইসলাম ধর্ম অবমাননার কথা বলে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন
সেসব ক্ষেত্রেও পুলিশ প্রশাসনের নীরবতা এবং সরকারি দলের অংশগ্রহণের নজির আছে। 

নেতৃবৃন্দ আরও বলেন, এখন হিন্দুধর্ম অবমাননার কথা বলে মানুষ পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। অথচ প্রতিটি ক্ষেত্রেই ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা বিধানের এবং তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার দায়িত্ব ছিল রাষ্ট্র ও সরকারের। তারা শুধু সেটা পালনে ব্যর্থই হয়নি বরং সেগুলোতে নানাভাবে ইন্ধন জুগিয়েছে এবং রাজনৈতিকভাবে তাকে ব্যবহার করেছে। একই সঙ্গে তা ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির একটি অনুঘটক হিসাবে কাজ করেছে। ফলে এই ঘটনা ও পরবর্তীতে তার সম্ভাব্য প্রতিক্রিয়া দেশে একটি সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরীর কাজে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কুচক্রীদের সম্প্রদায়িক মতলব কে ব্যর্থ করে দিতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আহ্বান জানাই। আমরা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাই বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক পরমত সহিষ্ণু দেশ হিসেবে তৈরীর রাজনৈতিক সংগ্রামকে বেগবান করুন।


 

 

পাঠকের মতামত

রুখতে হবে হিংসার কারবারিদের, নির্মুল করতে হবে সকল চানক্যবাদীদের।

ইতরস্য ইতর
২১ এপ্রিল ২০২৪, রবিবার, ৮:৫১ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

ফরিদপুরে মন্দিরে আগুন, হত্যাকাণ্ড/ বিচার বিভাগীয় তদন্ত চায় হেফাজত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status