ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা সরাইল বিএনপি’র সম্পাদক এড. তপুর

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ২১ এপ্রিল ২০২৪, রবিবার, ১:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪২ পূর্বাহ্ন

mzamin

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট নুরূজ্জামান লস্কর তপু। রোববার সকাল সাড়ে ১১টার দিকে সরাইল সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিয়েছেন।

এ সময় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডি এম দুলালসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারেক রহমানের নির্দেশ ও বিএনপি’র কমিটির সিদ্ধান্তের আলোকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। মনোনয়নপত্র জমা দেয়া বিএনপি’র অপর নেতাকর্মীরাও দলকে ভালোবেসে হাই কমান্ডের নির্দেশ বাস্তবায়নে অতি দ্রুতই এই সরকারের ডামি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলেও জানান তিনি।

সূত্র জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এড. তপু মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহার করার তারিখ। একদিন আগেই আজ তিনি সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তপু বলেন, অবৈধ এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য রাজপথে আন্দোলন করছেন বিএনপি। এই সরকারের পাতানো ও ডামি নির্বাচনে অংশ গ্রহনও করছে না দলটি। তাই দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তে আমার ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। নিশ্চিত জয়ের সম্ভাবনা থাকলেও আমি সরে দাড়ালাম কারণ ব্যক্তির চেয়ে দল বড়।

বিজ্ঞাপন
তাই দলের সিদ্ধান্তকে আমি মাথা পেতে মেনে নিয়েছি। সরাইল বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী এই সরকারের ডামি নির্বাচনের দিন ভোট কেন্দ্রেও যাবেন না। আমরা অবৈধ সরকারকে হঠাতে আন্দোলনে রাজপথে আছি। রাজপথেই থাকব।

এক প্রশ্নের জবাবে তপু বলেন, যারা বিএনপি পরিবারের সদস্য। যারা বিএনপিকে মনে প্রাণে ভালোবাসেন। তারা অবশ্যই দলের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। সরে না দাঁড়ালে বুঝতে হবে তারা দলের কেউ না। তাদের বিরুদ্ধে অবশ্যই দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর বলেন, সরাইলের মাটি বিএনপি’র ঘাটি। এই ঘাটি থেকে বিএনপি’র সত্যিকারের কোন নেতা কর্মী ৮ই মের নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেন না। এমনকি ওই দিন দলের কোন লোক ভোট কেন্দ্রেও যাবেন। যে কেন্দ্রে ভোট বেশি কাস্ট হবে বুঝে নিতে হবে ওই কেন্দ্রে বিএনপি’র লোকজন ভোট দিয়েছে। ওই ওয়ার্ড বিএনপি’র নেতা কর্মীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

ত্যাগের রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত, প্রতিবাদী জনতার আন্দোলন কোন দিন বৃথা যেতে পারে না, আপনার এই ত্যাগ দৃষ্টান্ত হয়ে থাকবে

মুহাম্মদ আবুল কালাম
২১ এপ্রিল ২০২৪, রবিবার, ৩:০৭ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

ফরিদপুরে মন্দিরে আগুন, হত্যাকাণ্ড/ বিচার বিভাগীয় তদন্ত চায় হেফাজত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status