দেশ বিদেশ
পলকের শ্যালক লুৎফুলের প্রার্থিতা বাতিলের আবেদন
নাটোর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবারনাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবীব ওরফে রুবেলের প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন অপহরণ ও মারধরের শিকার একমাত্র প্রতিপক্ষ প্রার্থী দেলোয়ার হোসেনের ছেলে মুনয়েম হোসেন আকাশ। বুধবার দুপুরে ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি একটি দরখাস্ত দিয়ে এই আবেদন করেন। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন মুনয়েম হোসেন আকাশ। এর রিসিভ কপি নাটোর নির্বাচন অফিসেও দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ। লুৎফুল হাবীব? রুবেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান। লুৎফুল হাবীব? রুবেল ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্?মেদ পলকের শ্যালক। গত সোমবার বিকালে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন তার অনলাইনে আবেদনের পর সেখান থেকে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের প্রতিলিপি জমা দিতে আসেন। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে মারধর করে কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক মারধর করে বাড়িতে পৌঁছে দেয়। সেখান থেকে পরিবারের লোকজন নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। একদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) থাকার পরে বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থীর পরিবার এ ঘটনায় দায়ী করে আসছেন নির্বাচনে একমাত্র প্রার্থী লুৎফুল হাবীব? রুবেল ও তার সমর্থকদের। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছেন। এর একজন সুমন আহমেদ (৩০) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দি নেয়া হয়। প্রতিদ্বন্দ্বী লুৎফুল হাবীবের পক্ষ নিয়েই সুমনসহ অন্য আসামিরা দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধর করেছেন, আসামি সুমন এমন জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এদিকে বুধবার নির্বাচন কমিশনে দেলোয়ার হোসেনের ছেলে মুনয়েম হোসেনের জমা দেয়া দরখাস্তে বাবার উপর হামলার বিবরণ দিয়ে লুৎফুল হাবীব রুবেলের প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয়। দরখাস্তে মুনয়েম হোসেন বলেছেন, আমার বাবাকে নাটোর জেলা নির্বাচন অফিসের ভিতর থেকে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের একমাত্র সম্ভব্য প্রতিদ্বন্দী প্রার্থী লুৎফুল হাবীব এর নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী মারধর করতে করতে অফিসের বাহিরে নিয়ে যায় এবং সেখানে আগে থেকেই অপেক্ষমান একটি কালো রংয়ের মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায় এবং বেধড়ক মাপপিট করে। বিভিন্ন টেলিভিশনে ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে প্রচারিত সিসিটিভি ফুটেজ এর প্রমাণ বহন করছে এবং জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রত্রিকায় এ সংক্রান্ত বহু রিপোর্ট প্রকাশিত হয়েছে। যা আবেদনে সংযুক্তির কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, তার বাবা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি এখনো পুরোপরি আশঙ্কামুক্ত নন। লুৎফুল হাবীব যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে দেশের মানুষের মধ্যে নির্বাচন সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হবে। এ বিষয়ে বুধবার রাতে কথা হয় মুনয়েম হোসেনের সঙ্গে। তিনি বলেন, একজন প্রার্থীকে নির্বাচন অফিসের ভেতর থেকে ধরে নিয়ে পেটানো হয়। যারা হামলা করলো তাদের প্রার্থিতা বাতিল না করলে নির্বাচন বাধাগ্রস্ত এবং আবারো হামলা হতে পারে। সাধারণ মানুষ হিসেবে আমাদের কি নির্বাচন করার অধিকার নেই। এ বিষয়ে কথা বলতে গতকাল সকালে লুৎফুল হাবীব রুবেলের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। নাটোর জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে লুৎফুল হাবীবের প্রার্থিতা বাতিলের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদনের একটি রিসিভ কপি আমাদের অফিসেও পেয়েছি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ব্যবস্থা নিবেন। সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী লুৎফুলকে শোকজ নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. লুৎফুল হাবীবকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্ভাব্য অপর প্রার্থী ও তার ভাইসহ তিন জনকে অপহরণের ঘটনার জের ধরে লুৎফুল হাবীবকে শোকজ করা হয়। ২২শে এপ্রিল বিকালে আগারগাঁও নির্বাচন ভবনের স্ব-শরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে তাকে। বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ ইস্যু করা হয়। বৃহস্পতিবার বিকালে ৪টা ১৭ মিনিটে শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ। চিঠিতে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত ‘নাটোরে ৫ ঘণ্টার ব্যবধানে সম্ভাব্য প্রার্থী ও তার ভাইসহ তিনজনকে অপহরণ’ শিরোনামে প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে। নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক দেলোয়ার হোসেন ও তার ভাইসহ তিনজনকে অপহরণের সংবাদে লুৎফুল হাবীবকে দায়ী করা হয়েছে ওই প্রতিবেদনে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা থেকে প্রতিবেদন পাওয়া গিয়েছে উল্লেখ করে ইসির চিঠিতে বলা হয়, সব জাতীয় দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচিত্র বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন ও পত্রিকায় ঘটনার প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে। এরূপ ঘটনার জন্য কেন প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত জবাবসহ নির্বাচন কমিশনে সোমবার বিকেল ৪টা ১০টায় (আগারগাঁও নির্বাচন ভবনের কক্ষ নং-৩১৪) ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। প্রসঙ্গত, লুৎফুল হাবীব? রুবেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান। লুৎফুল হাবীব রুবেল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের শ্যালক।