দেশ বিদেশ
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নীলফামারী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবারট্রেনে কাটা পড়ে মহাদেব রায় (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নীরফামারী-চিলাহাটী রেলপথের তরনী বাড়ি রেলস্টেশনের অদূরে। নিহত মহাদেব রায় ডোমার উপাজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি গ্রামের বিমল চন্দ্র রায়ের পুত্র। পারিবারিক সূত্র জানায়, মহাদেব মঙ্গলবার সন্ধ্যায় বড়গাছা ডাঙ্গাপাড়া নামক স্থানে অনুষ্ঠিত বাসন্তি মেলা দেখতে গিয়ে আর বাড়ি ফিরেনি। গত বুধবার সকালে বাড়ি থেকে প্রায় দেড়-দুই কিলোমিটার দূরে রেললাইনে তার দ্বিখণ্ডিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা বাড়িতে খবর দেন। সে মাদকাসক্ত ছিল বলে জানা গেছে।