ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

স্তন ক্যান্সার: বছরে মারা যেতে পারে ১০ লাখ নারী

মানবজমিন ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪, বুধবারmzamin

নারীর শরীরে আস্তে আস্তে বিস্তার লাভ করে ভয়াবহ এক রোগ। এর নাম স্তন ক্যান্সার। এই ক্যান্সারে প্রতি বছর বিপুল সংখ্যক নারীর মৃত্যু হচ্ছে। ল্যানচেট কমিশন বলছে, ২০৪০ সালের মধ্যে বছরে এই রোগে মারা যেতে পারেন ১০ লাখ নারী। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে- ২০২০ সাল পর্যন্ত পাঁচ বছরে প্রায় ৭৮ লাখ নারীর স্তন ক্যান্সার শনাক্ত হয়েছে। ওই সময়ে এতে মারা গেছেন ৬ লাখ ৮৫ হাজারের মতো নারী। অথচ শুরুতে যদি শনাক্ত করা যায়, তাহলে লাখ লাখ নারীকে প্রাণঘাতী এই রোগ থেকে রক্ষা করা সম্ভব। ওই কমিশন ধারণা করছে, ২০২০ সালে সারা বিশ্বে স্তন ক্যান্সারের রোগী ছিলেন ২৩ লাখ। তা ২০৪০ সালের মধ্যে বেড়ে বছরে ৩০ লাখের উপরে চলে যেতে পারে।  কমিশন আরও বলেছে, ২০৪০ সালের মধ্যে এ রোগে বছরে মৃত্যু হবে ১০ লাখ। ল্যানচেটের প্রতিবেদনে বলা হয়, ‘তীব্র  বৈষম্য’ এবং স্তন ক্যান্সারের উপসর্গজনিত দুর্দশা, হতাশা ও অর্থনৈতিক বোঝা- এসব প্রায়ই গোপন থাকছে ও অপর্যাপ্তভাবে বিবেচনায় আনা হচ্ছে। স্তন ক্যান্সারের চ্যালেঞ্জ মোকাবিলায় কিছু সুপারিশ তুলে ধরে কমিশন বলেছে, গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে  রোগী ও স্বাস্থ্য পেশাজীবীদের মধ্যে আরও ভালো যোগাযোগ রোগীর জীবনমান, শারীরিক অবস্থা, থেরাপির কার্যকারিতা ও ইতিবাচকভাবে বেঁচে থাকার মতো  ক্ষেত্রগুলোর উন্নয়ন ঘটাতে পারে।

 স্তন ক্যান্সারের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কিছু সুপারিশ তুলে ধরে কমিশন বলেছে, গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে রোগী ও স্বাস্থ্য পেশাজীবীদের মধ্যে আরও ভালো  যোগাযোগ রোগীর জীবনমান, শারীরিক অবস্থা, থেরাপির কার্যকারিতা ও ইতিবাচকভাবে বেঁচে থাকার মতো  ক্ষেত্রগুলোর উন্নয়ন ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রের ইমোরি ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের  রেশমা জাগসি বলেন, ঐতিহাসিকভাবে নারীর মৌলিক মানবাধিকার সব দিক থেকেই পুরুষের চেয়ে কম গুরুত্ব পেয়ে আসছে। এ অবস্থায় স্তন ক্যান্সার মোকাবিলায় প্রত্যেক স্বাস্থ্যসেবা পেশাজীবীর উচিত যোগাযোগ দক্ষতাসংশ্লিষ্ট কোনো না কোনো ধরনের প্রশিক্ষণ নেয়া। রোগী ও স্বাস্থ্য  পেশাজীবীদের মধ্যে যোগাযোগের মানোন্নয়ন দৃশ্যত সাধারণ ঘটনা হলেও, স্তন ক্যান্সার ব্যবস্থাপনায় নেয়া নির্দিষ্ট পদক্ষেপকে ছাপিয়ে তা গভীর ইতিবাচক প্রভাব রাখতে পারে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

বিবিসির প্রতিবেদন/ হাসিনাকে নিয়ে দ্বিধায় দিল্লি!

ইউক্রেন, গাজা ও বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান/ সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন রাজনাথ

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status