ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ওসমানীনগরে ট্রাক উল্টে নিহত ১

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
৫ জুলাই ২০২২, মঙ্গলবার

সিলেটের ওসমানীনগরে সবজিবাহী ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার দুপুর ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার সাদীপুর এলাকার ভাঙা নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত সবজী ব্যবসায়ী সাজিদ মিয়া হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নোয়ারাই গ্রামের বাসিন্দা। তিনি ওই ট্রাকে করে সবজী নিয়ে হবিগঞ্জ থেকে সিলেটে আসছিলেন বলে জানা গেছে।দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চালাচল বন্ধ থাকে। জানা গেছে, হবিগঞ্জ  থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রাক (ঢাকা মেট্রো-ড ১৪-২৬৩১) দুপুর ১২টার দিকে সাদীপুর-শেরপুর টোল প্লাজা  পেরিয়ে ভাঙা নামক স্থানে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা সবজি ব্যবসায়ী সাজিদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং কয়েকজন সবজি বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- আকরাম হোসেন, ইমরান আহমদ, জালাল ও এমরান। তাৎক্ষণিক বাকি আহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার ও আহতদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে ও  দুর্ঘটনা কবলিত ট্রাক জব্দ করে থানা নিয়ে আসা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধিন।  
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status