ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

রপ্তানিতে সিআইপি নির্বাচিত হলেন যারা

অর্থনৈতিক রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ৪ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:২১ পূর্বাহ্ন

রপ্তানি বাণিজ্যে অবদান রাখায় সরকার ১৪০ রপ্তানিকারককে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচন করেছে। বুধবার এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ২০২২ সালে রপ্তানিতে অবদান রাখায় তারা এ সম্মাননা পাচ্ছেন। এ ছাড়া সিআইপি (ট্রেড) শ্রেণিতে মোট ৪৪ জন নির্বাচিত হয়েছেন। কিছুদিনের মধ্যে নির্বাচিতদের হাতে সিআইপি কার্ড তুলে দেয়াসহ আনুষ্ঠানিকভাবে তাদের সম্মাননা জানানো হবে।

ওভেন গার্মেন্ট একক ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি এবং হা-মীম গ্রুপের এমডি এ. কে. আজাদ এমপি, স্নোটেক্স আউট ওয়্যারের এমডি এসএম খালেদ, তারাশিমা অ্যাপারেলসের এমডি মিরান আলী, অনন্ত গার্মেন্টের এমডি ইনামুল হক খান, বিগ বস করপোরেশনের এমডি সৈয়দ রেজাউল হক খান, উইন্ডি অ্যাপারেলসের এমডি মেজবাহ উদ্দিন খান, অনন্ত ডেনিম টেকনোলজির এমডি শরীফ জহীর, স্প্যারো অ্যাপারেলসের মুস্তাজিরুল শোভন ইসলাম, সাইনেস্ট অ্যাপারেলসের চেয়ারম্যান সৈয়দা নাসরিন আজীম, স্টারলিং স্টাইলের এমডি ফজলুল হক, শারমিন অ্যাপারেলসের এমডি মোহাম্মদ ইসমাইল হোসেন, ওভেন পোশাক (গ্রুপ) শ্রেণিতে গোল্ডস্টার গ্রুপের এমডি রেজাউল হোসেন প্রমুখ।

নিট পোশাক (একক) শ্রেণিতে লিবার্টি নিটওয়্যারের এমডি শামসুজ্জামান, জিএমএস কম্পোজিটের এমডি গোলাম মুস্তফা, স্কয়ার ফ্যাশন্সের পরিচালক তপন চৌধুরী, ফকির অ্যাপারেলসের এমডি ফকির মনিরুজ্জামান, ইপিলিয়ন স্টাইলের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল-মামুন, লিজ ফ্যাশনের এমডি জুয়াং লিফেং প্রমুখ। এ ছাড়া এই খাতে সিআইপি হয়েছেন নাফা অ্যাপারেলসের এমডি নাফিস সিকদার প্রমুখ।

কাঁচা পাট শ্রেণিতে পপুলার জুট এক্সচেঞ্জের এমডি কবির আহমেদ ও ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্সের এমডি গণেশ চন্দ্র সাহা, চামড়াজাত দ্রব্য শ্রেণিতে বে ফুটওয়্যারের এমডি জিয়াউর রহমান প্রমুখ সিআইপি হয়েছেন।  

কৃষিজাত পণ্য (একক) শ্রেণিতে হয়েছেন ইনডিগো করপোরেশনের স্বত্বাধিকারী ফারুক আহমেদ, মনসুর জেনারেল ট্রেডিং কোম্পানির এমডি মোহাম্মদ মনসুর, কৃষি প্রক্রিয়াজাত পণ্য (একক) শ্রেণিতে সিআইপি হয়েছেন প্রাণ ডেইরির পরিচালক আহসান খান চৌধুরী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের এমডি অঞ্জন চৌধুরী, কিষোয়ান স্ন্যাক্সের এমডি মো. শহীদুল ইসলাম প্রমুখ।

হালকা প্রকৌশল পণ্য (একক) খাতে সিআইপি নির্বাচিত হয়েছেন ইউনিগ্লোরি সাইকেল কম্পোনেন্টসে চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, গ্রুপ খাতে আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী। ফার্মাসিউটিক্যাল পণ্য (একক) শ্রেণিতে সিআইপি হয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আবদুল মুক্তাদির, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী এবং বিকন মেডিকেয়ারের চেয়ারম্যান মোহাম্মদ এবাদুল করিম।

হস্তশিল্পে কারুপণ্য রংপুর লিমিটেডের এমডি সফিকুল আলম, ক্ল্যাসিকেল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডির স্বত্বাধিকারী তৌহিদ বিন আবদুস সালাম, হোম টেক্সটাইলের জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকসের এমডি এ এস এম রফিকুল ইসলাম নোমান, সিরামিক ও প্লাস্টিক পণ্যে শাইনপুকুর সিরামিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির, বস্ত্র খাতের টেক্সটাইল (ফেব্রিক্স) শ্রেণিতে এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ, আকিজ টেক্সটাইল মিলসের পরিচালক শেখ জামিল উদ্দিনসহ আরও কিছু শ্রেণিতে সিআইপি নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

   

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status