ঢাকা, ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

‘গ্লোবাল রাইজিং স্টার’ এর স্বীকৃতি পেল রবি রবি এখন ‘গ্লোবাল রাইজিং স্টার’

অনলাইন ডেস্ক

(৬ মাস আগে) ৩ এপ্রিল ২০২৪, বুধবার, ৪:২৫ অপরাহ্ন

mzamin

বিশ্বজুড়ে মোবাইল খাতে ‘গ্লোবাল রাইজিং স্টার’ এর স্বীকৃতি পেয়েছে দেশের শীর্ষস্থানীয় ফোরজি এবং মোবাইল নেটওয়ার্ক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। মোবাইল সেবার কার্যক্ষমতা পর্যবেক্ষণ ও বিশ্লেষণে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওপেনসিগন্যাল ওই স্বীকৃতি প্রদান করেছে।

ওপেনসিগন্যাল জানিয়েছে, রবি’র ডাউনলোড স্পিড ৬৯ দশমিক ১ শতাংশ উন্নতি করেছে। এক্ষেত্রে বিশ্বজুড়ে যেসব প্রতিষ্ঠান এগিয়েছে সে তালিকায় রবি’র অবস্থান দ্বিতীয়। রবি ওই তালিকায় থাকা একমাত্র বাংলাদেশি অপারেটর। অন্যদিকে আপলোড স্পিডে রবি এগিয়েছে ৩৮ দশমিক ৫ শতাংশ। এক্ষেত্রে বিশ্বজুড়ে রবি’র অবস্থান ১১তম। এই ক্যাটাগরিতে অন্য বাংলাদেশি অপারেটর গ্রামীণ ফোনের অবস্থান ১৪তম।

২০২৩ সালের আর্থিক ফলাফল প্রকাশ করে রবি জানিয়েছিল, ধারাবাহিক বিনিয়োগের ফলে একদিকে রবি'র নেটওয়ার্ক বিস্তৃতি ও ডেটা ক্যাপাসিটি বেড়েছে। একই সাথে ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে অপারেটরটি। রবি নেটওয়ার্কে কলড্রপের হার বর্তমানে শূণ্য দশমিক ২ শতাংশে নেমে এসেছে যা কলড্রপের স্বীকৃত মানদন্ডের অনেক নিচে। এসবের প্রতিফলনে ২০২৩ সালের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে রাজস্ব প্রবৃদ্ধিতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সমস্ত টেলিকম অপারেটরদের মধ্যে শীর্ষ অবস্থান অজন করে রবি।

মোট গ্রাহকের ৬১ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে ২০২৩ সালেও ফোরজি সেবায় শীর্ষস্থান ধরে রেখেছে রবি। ২০২৩ সালে রবির মোট গ্রাহকের ৭৬ শতাংশের বেশি গ্রাহকই ছিলেন ইন্টারনেট ব্যবহারকারী, যা এ খাতে সর্বোচ্চ। ২০২৩ সাল শেষে রবি ১৬ হাজার ৮০০+ ফোরজি সাইট দিয়ে ৯৮ দশমিক ৮ শতাংশ দেশের জনগণের জন্য ফোরজি কভারেজ নিশ্চিত করেছে।

৪৩ লাখ নতুন গ্রাহক যোগ হওয়ার মধ্য দিয়ে হয়েছে রবির গ্রাহক সংখ্যা ২০২৩ সালে ৫ কোটি ৮৭ লাখে পৌঁছেছে, যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ৩১ শতাংশ। ২০২৩ সালে গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে শীর্ষ অবস্থানে রয়েছে রবি।

একইসাথে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ডাটা গ্রাহক সংখ্যা ৮ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ কোটি ৪৭ লাখে পৌঁছেছে এবং রবির ফোরজি গ্রাহক সংখ্যা ২৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ কোটি ৫৭ লাখে পৌঁছেছে।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status