বিনোদন
আজ থেকে শুরু ‘টুমলু’
স্টাফ রিপোর্টার
২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার
সারা আর দুই ভাই বিলু, বিপুর খুনসুটি করে সময় কাটে। এমন সময় সব অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো টুমলু নামে এক এলিয়েনের সঙ্গে দেখা হওয়ার পর। টুমলুর বয়স পৃথিবীর হিসাব অনুযায়ী ৪২১১ বছর, তবে সে মহাকাশের যে গ্রহ থেকে এসেছে সেখানকার নিয়ম অনুযায়ী সে পড়ে মাত্র ক্লাস টুতে। সেই গ্রহের স্কুলে লেখাপড়া শেখানো হয় জাদু বিষয়ে। ছাত্র হিসেবে টুমলু ভীষণ অমনোযোগী। জাদুর স্কুলে সে ঠিকমতো ক্লাস করে না, হোমওয়ার্ক করে না, পরীক্ষায় লেখে সব ভুলভাল মন্ত্র। একদিন ক্লাসে কী সব উল্টাপাল্টা মন্ত্র পড়লো টুমলু আর চলে এলো পৃথিবীতে। পৃথিবীতে এসে তার বন্ধুত্ব হলো সারা ও তার দুই ভাই বিলু, বিপুর সঙ্গে। ধীরে ধীরে সে সারাদের পরিবারের অংশ হয়ে ওঠে। টুমলুর ভুল জাদুর কারণে নানা রকম মজার ঘটনা ঘটতে থাকে। এ সময় ঢাকায় বিভিন্ন জায়গায় ছেলে ধরার উৎপাত বেড়ে যায়। ছোট ছেলে মেয়ে থাকায় ছেলে ধরা দলের নজর পড়ে সারাদের বাড়িতে। তারা এই বাড়ির ছেলে মেয়েদের ধরার জন্য চেষ্টা করতে থাকে। টুমলু নানাভাবে জাদুর সাহায্যে সারাদের পরিবারকে রক্ষা করে। টুমলুর সহায়তায় ছেলে ধরার দুষ্টু চক্র ধরা পড়ে। এলিয়েন টুমলু ও সারার পরিবারের নানা মজার ঘটনা নিয়ে দুরন্ত টিভি’র ৩০ পর্বের ধারাবাহিক নাটক ‘টুমলু’।
নাটকটি রচনা করেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ এবং পরিচালনা করেছেন মোস্তাক আহমেদ টিটু ও জামাল হোসেন আবির। নাটকটিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে শাহপরাণ রুদ্র, নাজাহ আলাইনা, জাওয়াদ হাসান খান, আবরার হোসেন খান, জয়েৎ কল্যাণ, তাওসিফ সাদমান তুর্য, নুশাবা মাহভীন এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছে আইনুন পুতুল, সমাপ্তি মাসুক, বড়দা মিঠু প্রমুখ।
দুরন্ত টিভিতে নাটকটি প্রচারিত হবে আজ থেকে প্রতিদিন দুপুর ১টা ও রাত ৮টায়।