দেশ বিদেশ
ইআবি প্রো-ভিসি আজাদের দুর্নীতির তদন্তে ইউজিসি’র কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবারইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অপকর্ম, অনিয়ম, চাঁদাবাজি, অর্থ-আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিটিকে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল কমিশনের ইস্যুকৃত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অপকর্ম, অনিয়ম, চাঁদাবাজি, অর্থ-আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য কমিটিকে দায়িত্ব দেয়া হলো।’ কমিটিতে ইউজিসি সদস্য প্রফেসর ড. হাসিনা খান আহ্বায়ক ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য দু’জন সদস্য হলেন- পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. এমদাদুল হক।