ঢাকা, ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

বিনোদন

আপ্লুত ভাবনা

স্টাফ রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার
mzamin

অভিনয়ের বাইরেও নানা ধরনের প্রতিভা রয়েছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। তিনি যেমন চমৎকার নাচ করেন তেমনি অনেক ভালো ছবিও আঁকেন। শুধু তাই নয়, লেখালেখিতেও পারদর্শী এ অভিনেত্রী। তার লেখা বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে এরইমধ্যে। এবারের অমর একুশে গ্রন্থমেলায় এসেছে তার লেখা উপন্যাস ‘কাজের মেয়ে’। সময় পেলেই তাই পাঠকদের জন্য তিনি ছুটে আসছেন বইমেলায়। ভাষা দিবসের দিনে হাজির হয়েছেন তিনি। মিজান পাবলিশার্স এর ৭নং প্যাভিলিয়নে ছিলেন বেশকিছু সময়। ভাবনা বলেন, বই লিখি নিজের তৃপ্তির জন্য। পাশাপাশি পাঠকদের ভালোবাসা উৎসাহ দান করে। সেই কারণেই তাদের জন্য সময় পেলেই ছুটে আসি বইমেলায়। কারণ তাদের সঙ্গে সচরাচর দেখা হয় না। বইমেলাতেই সবচেয়ে বেশি দেখা হয়। তাই পাঠকদের সঙ্গে সুন্দর সময় কাটাতেই এখানে আসা। এবারের বই নিয়ে খুব ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন এ অভিনেত্রী। তিনি বলেন, খুব ভালো সাড়া পাচ্ছি। সব সময় সাড়া পাই বলেই ছয় নম্বর বই পর্যন্ত আসতে পেরেছি। এটা সম্ভব হয়েছে পাঠকের ভালোবাসার জন্যই। তাদের ভালোবাসায় সত্যিই আমি আপ্লুত। এদিকে চলতি ফেব্রুয়ারিতে আরও কয়েকবার বইমেলায় আসতে চান ভাবনা, যদি সময়-সুযোগ সেভাবে মেলে। এদিকে, ভাবনা ‘এক্সকিউজ মি’ নামের নতুন সিনেমায় কাজ করেছেন। এটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য নির্মাতা রায়হান খান। যেখানে ভাবনার বিপরীতে রয়েছেন জিয়াউল রোশান। অন্যদিকে বাবা নির্মাতা হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। সামনেই এটি মুক্তির কথা রয়েছে।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status