বিনোদন
গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে সহধর্মিণীর ‘আগুনের সাথে বসবাস’ প্রকাশ
স্টাফ রিপোর্টার
২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবারকিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। তিনি চলে গেলেও তার রেখে যাওয়া গান গেঁথে আছে মানুষের হৃদয়ে। গেঁথে থাকবে সারা জীবন। আর সেসব গানের পেছনের গল্প তারই পরিবারের উদ্যোগে উঠে এসেছে বইয়ের পাতায়। ‘অল্প কথার গল্প গান’ (ভাষাচিত্র প্রকাশনী) শিরোনামের এই বইয়ের চতুর্থ খণ্ড প্রকাশিত হয়েছে। ২০শে ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। সেই সঙ্গে তার সঙ্গে কাটানো দীর্ঘ দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে একটি বই লিখেছেন তারই স্ত্রী জোহরা গাজী। ‘আগুনের সাথে বসবাস’ (জার্নিম্যান বুকস) নামের বইটির মোড়কও একই আয়োজনে উন্মোচন করা হয়েছে। এ আয়োজনে উপস্থিত ছিলেন সৈয়দ আবদুল হাদী, মোহাম্মদ রফিকউজ্জামান, শেখ সাদী খান, খুরশিদ আলমের মতো কিংবদন্তি সংগীতজ্ঞ। বক্তব্য পর্বে গীতিকবির সহধর্মিণী জোহরা গাজী বলেন, মহান স্বাধীনতার কলমযোদ্ধা, দেশপ্রেমিক এবং জীবনের সকল ক্ষেত্রে সফল একজন মানুষ গাজী মাজহারুল আনোয়ার। তিনি একটি প্রতিষ্ঠান। সুদীর্ঘ ষাট বছরের কর্মজীবন, ২০ হাজারের বেশি গান লিখেছেন। সংস্কৃতির প্রতিটি অঙ্গনে ছিল তার সফল বিচরণ। নিজের সৃষ্টি দিয়ে তিনি সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করে গেছেন। তিনি কর্ম জীবনে যেমন সফল ছিলেন, তেমনি ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও সফল ছিলেন। সবার প্রতি তিনি যথাযথ দায়িত্ব পালন করেছেন। তার চরিত্র, ব্যক্তিত্ব, পরিবারের প্রতি দায়িত্ববোধ সবই আমাকে মুগ্ধ করতো। মোড়ক উন্মোচনের এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নায়ক ও সংসদ সদস্য ফেরদৌস, শুভ্রদেব, ফাহমিদা নবী, মনির খান, ইমন সাহা, শওকত আলী ইমন, পলাশ, আলম আরা মিনু, আঁখি আলমগীর, কৌশিক হোসেন তাপস, গীতিকবিসন্তান দিঠি-উপলসহ অনেকে। সবশেষে সংগীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।