বিনোদন
নতুন সিনেমায় মোশাররফ
স্টাফ রিপোর্টার
২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবারপরিচালক হিসেবে শরাফ আহমেদ জীবনের প্রথম ছবি হতে যাচ্ছে ‘চক্কর ৩০২’। প্রকাশিত পোস্টারে শরাফ আহমেদ জীবন দেখিয়েছেন, ব্ল্যাক শেডে উদ্বিগ্ন দৃষ্টিতে কেউ একজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন। চারপাশটা ঘূর্ণায়মান! পরিচালক জানান, এ মাসের শেষে হয়তো পোস্টারের রহস্য রাখা মানুষটির নাম ও লুক উন্মোচন করবেন। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এ ছবির পোস্টারে থাকা ব্যক্তিটি মোশাররফ করিম। মোশাররফ নিজেও পোস্টারটি তার সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন।