বিনোদন
ভুয়া একাউন্ট খুলে প্রতারণা, মামলা করলেন বিদ্যা
বিনোদন ডেস্ক
(১১ মাস আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন
অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তার নামে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার অভিযোগে মুম্বইয়ের খার থানায় মামলাটি করেন বিদ্যা। অজ্ঞাত এক ব্যক্তি বিদ্যা বালানের নামে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং জিমেইল খুলেছে। এ অ্যাকাউন্ট থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করা হচ্ছে। ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ (সি) ধারায় মামলা রেজিস্ট্রি করেছে, এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। গত ১৬ ফেব্রুয়ারি স্টাইলিশ প্রণয় বিদ্যা বালানকে জানান, হোয়াটসঅ্যাপ নাম্বার ৮১০০৫২২৯৫৩ থেকে মেসেজ দিয়ে বলা হয়, আলোচনার মাধ্যমে তাকে কাজের সুযোগ দেওয়া হবে। পরে প্রণয় বিদ্যা বালানের সঙ্গে যোগাযোগ করলে এ অভিনেত্রী জানান, এ নাম্বার তার নয়। আরো কয়েকজন ব্যক্তি বিদ্যা বালানকে এ ব্যাপারে অবহিত করেন।
ভারতের কিছু লোক আইটি তে লেখাপড়া করে এখন বিরাট একটি প্রতারক চক্র তৈরি করেছে । শুধুই ভারতে নয়, কানাডাতে ও এই চক্র বিস্তৃত। আমার মনে হয় আমেরিকাতে ও এদের শাখা আছে । এদের জ্বালায় আমার একটি ফোন নম্বর ও ফোন অলস রেখে দিয়েছি সাইলেন্ট মুডে যে নম্বর এ কল করে আমাকে জ্বালাতন করে ।