বিনোদন
এবারো ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন
স্টাফ রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবারদেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এবারো ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে বিশেষ পাঁচফোড়ন। ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান। ভালোবাসা দিবসে স্ত্রীকে নিয়ে স্নিগ্ধ প্রকৃতির ছোঁয়া পেতে প্রকৃতি ঘেরা একটি রিসোর্টে ঘুরতে গেছেন স্বামী, সেখানে তাদের বিভিন্ন ঘটনা নিয়েই এবারের পাঁচফোড়ন এর গল্প। তাদের নানা কর্মকাণ্ডের ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর রিপোর্টিং। এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির ও সারিকা সাবরিন। পাঁচফোড়নে গান রয়েছে ৩টি। একটি গেয়েছেন আকাশ মাহমুদ ও শ্রাবনী সায়ন্তনী। আর একটি গান গেয়েছেন শামস সুমন। গানটিতে মডেল হিসেবে অংশগ্রহণ করেছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী ইভানা। সঞ্চালনার পাশাপাশি মীর সাব্বির ও সারিকাকে দিয়ে চিত্রায়ন করা হয়েছে একটি ভালোবাসার গান। রয়েছে সপ্তাহে একদিন বিনা পয়সায় গ্রামের রোগীদের চিকিৎসাসেবা দেয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডাক্তার সত্যকাম চক্রবর্তীর ওপর রয়েছে মানবিক প্রতিবেদন। এবারের পাঁচফোড়নে এমন একটি শিয়ালকে দেখানো হবে যেটি ঝোপ-জঙ্গলে বা গর্তে নয়, বাস করে লোকালয়ে মানুষের সঙ্গে। রয়েছে ভালোবাসার উপর বিভিন্ন আঙ্গিকে মজাদার কিছু নাট্যাংশ। জনপ্রিয় অভিনয় শিল্পীরা এতে অভিনয় করেছেন। শিল্পীরা হলেন-সুভাশিষ ভৌমিক, মাসুম বাশার, ম আ সালাম, জিল্লুর রহমান, মিলি বাশার, ইকবাল হোসেন, নূরে কাঞ্চন, নাদিয়া হক, আনোয়ার শাহী, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, সিয়াম নাসির প্রমুখ। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ১৪ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। পরিবেশিত হবে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে।