ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

বাংলা গানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে এএনএস মিউজিক

স্টাফ রিপোর্টার

(৬ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ৪:৩০ অপরাহ্ন

mzamin

প্রযুক্তির বিকাশের ফলে পরিবর্তন এসেছে সংগীতাঙ্গনে। আগে গান সঙ্গীত শুধু একটি জনগোষ্ঠীর মাঝে থাকলেও এখন সেটা ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী। সে ধারায় বিশ্বে  বাংলাদেশের গানকে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে এএনএস মিউজিক।মূলত রেকর্ড লেভেল, সংগীত শিল্পী, গীতিকার এবং সুরকারদের কাছ থেকে তাদের শিল্পকে বিশ্বের বিভিন্ন প্ল্যাটফরমে প্রতিষ্ঠিত করতে এ প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এএনএস মিউজিকের মিশনের মূল হলো ডিজিটালি গান প্রকাশ করা বিভিন্ন প্লাটফরমে যা শিল্পীদের এবং লেবেলগুলীকে বিশ্বব্যাপী পরিচিত করা এবং বিশ্বব্যাপী শ্রোতাদের কাছে তাদের গান পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য । বিশ্বব্যাপী ডিজিটাল সেবা প্রদানকারীদের প্রচুর নেটওয়ার্কের সাথে, যেমন Spotify, iTunes, VEVO, Dezzer, Amazon Music সহ ১৫০+ মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম এ গান বিতরণের সাথে জাতীয় জনপ্রিয় সেবাগুলি যেমন Ringtone/Caller tune তার শিল্পীদের জন্য সর্বোচ্চ প্রদর্শন নিশ্চিত করে। এএনএস মিউজিকের সাফল্যের মূলমন্ত্র হল এটির সততা ও ন্যায্যতার প্রতি প্রতিশ্রুতি। ANS Music Limited অন্যান্য ডিস্ট্রিবিউটর থেকে ১০/২০গুন কম সময়ে মিউজিক স্টোর ও স্ট্রিমিং প্লাটফর্মে ডেলিভারি করে। ঐতিহ্যবাহী বিতরণ মডেলের বিপরীতে, ANS Music রেকর্ড লেবেল ও শিল্পীদের সর্বোচ্ছ উপার্জনের প্রতিশ্রুতি দেয়, এবং আরও বেশি রেভিনিউ শেয়ার প্রদান করে।  যারা বিভিন্ন প্লাটফর্মে গান আপলোড করতে পারে না তাদের সেবা দানকারী একটি প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে সেই সব গায়কদের গান বিভিন্ন মিউজিক ডিস্ট্রিবিউশন সাইটে আপলোড করে দেয়া হয়। যার মাধ্যমে দেশীয় সঙ্গীত শিল্পীরা তাদের গান শ্রোতাদের কাছে সহজেই পৌঁছে দিতে পারে। এএনএস মিউজিক ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন আকাশ সরকার। বর্তমানে তিনি কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদে রয়েছেন। আকাশ সরকার বলেন বাংলাদেশের অনেক শিল্পি, রেকর্ড লেবেল মালিক, সুরকার ও গীতিকাররা অনেক রয়ালিটি থেকে বঞ্চিত হচ্ছেন, তারা বিভিন্ন ডিস্ট্রিবিশন কোম্পানির সার্ভিস নিয়ে প্রতারিত হচ্ছেন বা সঠিক রিপোর্ট পাচ্ছেন না। তাদের জন্যই এএনএস সততা ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এবং যাবে। এএনএস মিউজিক বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে নিবন্ধিত কোম্পানি । এই প্রতিষ্ঠানের সকল সেবার বিস্তারিত তথ্য ANS Music ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status