বিনোদন
১৫ বছর পর
স্টাফ রিপোর্টার
১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবারচিত্রনায়ক নিরব হোসেনের জীবনের প্রথম সিনেমার কাজ শাহীন সুমন পরিচালিত ‘মন যেখানে হৃদয় সেখানে’। প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়ান তখন তিনি নার্ভাস ছিলেন। সিনেমায় প্রথম শুটিং ছিল গানের, তাও আবার অপু বিশ্বাসের সঙ্গে। তখন অপু তুমুল জনপ্রিয়। সেটাই প্রথম ও শেষ। এরপর আর একসঙ্গে কাজ হয়নি অপু-নিরবের। দীর্ঘ ১৫ বছর পর পুনরায় অপুর সঙ্গে অভিনয় করেছেন নিরব। সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় অপু বিশ্বাস ও নিরব জুটি বেঁধে অভিনয় করেছেন। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটি ১৬ই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। সিলেট অঞ্চলের চা শ্রমিকদের জীবনযাপনের নানাদিক কেন্দ্র করে নির্মিত হয়েছে এ সিনেমা। নিরব বলেন, ভালো লাগছে। সুন্দর একটি গল্পে আমরা কাজ করতে পেরেছি। এখানে লুকেও পরিবর্তন আনা হয়েছে। লোকেশন খুব ভালো ছিল। সবমিলিয়ে ছবিটি সবার পছন্দ হবে বলেই বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, যখন আমার মাকে হারাই, তখন মানসিকভাবে খুবই ভেঙে পড়ি। কোনোভাবেই কাজে মনোযোগ দিতে পারছিলাম না। এই সিনেমাটি আমাকে কাজে ফেরাতে সাহায্য করেছে। নিরবের সঙ্গে ১৫ বছর পর কাজ করলাম। আগামীতে চাইবো তার সঙ্গে আরও সিনেমা হোক। পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, সিনেমাটিতে ১০ জনের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা কাজ করেছেন। আমার বিশ্বাস সিনেমার মাধ্যমে দর্শক নতুন এক গল্পের সঙ্গে পরিচিত হবেন। নিরব, অপু বিশ্বাস, নওশাবা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, বড়দা মিঠু, আজম খান প্রমুখ।