বিনোদন
ভালোবাসা দিবসে ‘শাড়ি কিনে দেবো’
স্টাফ রিপোর্টার
১১ ফেব্রুয়ারি ২০২৪, রবিবারসূদূর কানাডায় বসেও নিয়মিত বাংলা গান করে যাচ্ছেন আশরাফুল পাভেল। এরই ধারাবাহিকতায় এবার পাভেল তৈরি করলেন নতুন গান ?‘শাড়ি কিনে দেবো’। গানটির কথা লিখেছেন আশরাফুল পাভেল ও সালমান আহমেদ সোহাগ। সুর, সংগীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন আশরাফুল পাভেল। গানটি ভিডিওসহ প্রকাশ পেয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল আশরাফুল পাভেল চ্যানেল থেকে।