ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

বিএসসিআরএস’র সেমিনারে বিশেষজ্ঞরা

ছানি নিরাময়যোগ্য অন্ধত্ব, তবে নেই সচেতনতা

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২৯ জুন ২০২২, বুধবার, ৫:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪০ অপরাহ্ন

mzamin

দেশে চোখে ছানি পড়া রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তবে বিষয়টি নিয়ে রোগীদের মধ্যে সচেতনতা কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ছানি একটি নিরাময়যোগ্য অন্ধত্ব। দেশে পাঁচ লাখের বেশি ছানি ব্যাকলগ রয়েছে এবং দেশ থেকে ছানি অন্ধত্ব প্রতিরোধে, ছানি প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে ছানি সচেতনতার জুন মাস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্লাকটিভ সার্জনস (বিএসসিআরএস) আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এসময় তিনি বলেন, মানুষের মধ্যে ছানি পড়া নিয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। দিনদিন তাদের চোখের জটিলতা বাড়লেও হাসপাতালে রোগী আসে কম। বেশ কিছু এনজিও তাদের নিয়ে কাজ করছে। এমনকি এনজিওগুলো নিজ খরচে বাসা থেকে গিয়ে রোগীদের নিয়ে আসছে, এমনকি সব পরীক্ষা নীরিক্ষা করে চিকিৎসা করে দিচ্ছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসা, পরীক্ষা, ওষুধসহ সব ফ্রি, কিন্তু রোগীরা আসছে না।
আসাদুজ্জান নূর বলেন, আমাদের কায়িক শ্রম কমে গেছে। আগে মানুষ প্রচুর পরিশ্রম করতো।

বিজ্ঞাপন
রোগবালাই বেশি হচ্ছে। অনেকেই জানেন না তারা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। অনেকের ডায়বেটিস ১৮ থাকলেও তারা মিষ্টি খাচ্ছে, কোমলপানীয় খাচ্ছে। কারণ, সে জানেও না যে ডায়াবেটিসে আক্রান্ত।
সাবেক এই মন্ত্রী বলেন, সুস্থ থাকতে হলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি। তাহলেই যার যেই রোগ সেটি ধরা পড়ে। চিকিৎসার মাধ্যমে আবার সুস্থও হয়ে যায়। কিন্তু তারা চিকিৎসকের কাছে এমন একটা সময়ে আসে, যখন অনেকক্ষেত্রেই কিছু করার থাকে না।
তিনি আরও বলেন, আমরা যেভাবে টেলিভিশন, মোবাইল, কম্পিউটার দেখি, এতে করে আমাদের চোখের খুবই ক্ষতি হয়। বিশেষ করে শিশুদের মধ্যে এই ব্যাপারটি বেশি লক্ষ্য করা যায়। তারা বইয়ের চেয়ে মোবাইল ফোন দেখতে পছন্দ করে। এভাবে চলতে থাকলে তো শুধু চোখে না, শারীরিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, আমাদের শিক্ষিত লোকের মধ্যেও সচেতনতার অভাব আছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএসএমএমইউ’র ভিসি, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, চোখের ছানি নিয়ে রোগীদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। অনেক রোগীর ছানি সার্জারির প্রয়োজন হলেও রোগীরা তা করতে চাচ্ছেন না। তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। অপারেশন ভীতি দূর করতে হবে। তিনি বলেন, চিকিৎসাসহ স্বাস্থ্য জনবল ও দক্ষ জনবল খুবই কম। এ সংকট কমাতে হবে। চিকিৎসক কোর্সে ছাত্র বাড়াতে হবে। শুধু চক্ষু চিকিৎসক নয়, তাদের সার্জারিও জানতে হবে। ২০৩২ সালের মধ্যে ৩২০০ জন চক্ষু চিকিৎসকের প্রয়োজন পড়বে। এখন আছে মাত্র এক হাজার ৪০০ জন।
চিকিৎসকরা জানান,  দেশ ও বিশ^ব্যাপী অন্ধত্বের একটি প্রধান কারণ ছানি। তাই ছানি সম্পর্কে জানা প্রয়োজন বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন। তারা বলেন, ক্যামেরাতে যেমন লেন্স লাগে, তেমনি চোখের ভিতরেও একটি স্বচ্ছ লেন্স থাকে। যদি  কোন কারণে এই স্বচ্ছ লেন্সটি অস্বচ্ছ হয়ে যায় তখন তাকে ছানি বলে। চিকিৎসকের ভাষায় একে বলে ক্যাটার‌্যাক্ট।
অনেকগুলো কারণে চোখে ছানি পড়তে পারে। যেমন-  বার্ধক্যজনিত, জন্মগত কোন ত্রুটি থাকলে, চোখে আঘাত পেলে,  চোখে কোন প্রদাহ হলে, ডায়বেটিস এবং দীর্ঘ সময় স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করলে ছানি পড়তে পারে। তবে সবচেয়ে বেশি ছানি হয়  বার্ধক্যজনিত কারণে। ছানি রোগের অনেকগুলো লক্ষণ থাকে। এরমধ্যে  অন্যতম প্রধান লক্ষণ হচ্চে- কোন বস্তুকে ঝাপসা দেখা, দূরে ধীরে ধীরে কম দেখা,  কোন কোন ক্ষেত্রে উজ্জ্বল আলোতে কম দেখা এবং নিকটে তুলনামূলকভাবে ভালো দেখা। চিকিৎমকরা জানান,  ছানি রোগের চিকিৎসা ওষুধ কিংবা চশমা দিয়ে হয় না। ছানির একমাাত্র চিকিৎসা অপারেশন।
বিএসসিআরএস বাংলাদেশের ছানি ও রিফ্রাকটিভ সার্জনদের  প্রতিনিধিত্বকারী একটি  শীর্ষস্থায়ীয় সংঠন। সংগঠনটির প্রাথমিক কাজ হলো ছানি সম্পর্কে জনসেচতনতা তৈরি করা এবং বাংলাদেশে ছানি ও  রিফ্রাকটিভ অপারেশনের বিষয়ে বিভিন্ন উন্নয়ন মূলক অগ্রগতির প্রচার ও প্রচারণায় সহযোগিতা করা। ছানি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিএসসিআরএস সব সময়ে  নানান কর্মসূচি পালন করে আসছে। এটি সারা বাংলাদেশে আধুনিক  ও নিরাপদ ছানি অপারেশনের মানকে  বৈশি^ক মানদণ্ডে উন্নীত করার জন্য  যুগোপযোগী চক্ষুস্বাস্থ্য বিষয়ক শিক্ষার ধারাকে অব্যাহত রেখেছে। ছানি একটি নিরাময়যোগ্য অন্ধত্ব। এই নিরাময়যোগ্য অন্ধত্ব নির্মূল করতে আমাদের সুদীর্ঘ পথচলার সাথীর হওয়ার আহবান জানানো হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিআরএস সভাপতি অধ্যাপক ডা. জাফর খালেদ এবং মূল প্রবন্ধ পাঠ করেন বিএসসিআরএসের মহাসচিব অধ্যাপক ডা. মো. মোস্তাক আহমেদ। ক্যাটারাক্ট সার্জন অধ্যাপক ডা. এম ইসলামের সঞ্চালনায় রোগী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ক্যাটারাক্ট বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান চৌধুরী, ডা. আব্দুর রকিব তুষার ও ডা. মো. শওকত কবির।



 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status