বিনোদন
নতুন রেকর্ড জয়ার
স্টাফ রিপোর্টার
১০ ফেব্রুয়ারি ২০২৪, শনিবারদুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ক্যারিয়ারে একেক পর এক ভালো ছবি দর্শকদের উপহার দিচ্ছেন এই অভিনেত্রী। এবার একইদিনে ঢাকা-কলকাতায় জয়ার দুইটি সিনেমা মুক্তির ঘটনা ঘটেছে। এমন রেকর্ড জয়ার এবারই প্রথম। গতকাল বাংলাদেশের নির্মাতা নূরুল আলম আতিকের পরিচালনায় জয়া অভিনীত ‘পেয়ায়ার সুবাস’- দেখা যাচ্ছে দেশের ২৭টি হলে। অন্যদিকে কলকাতার নির্মাতা সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’ মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে। দুই সিনেমাতেই জয়া মুখ্য ভূমিকায় কাজ করেছেন। ‘পেয়ারার সুবাস’- সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। কাজ শুরুর পর দফায় দফায় বিরতি দিয়ে সেই শুটিং শেষ হয় কোভিড মহামারির বছর ২০২০ সালের শেষ দিকে। এরপর বাদবাকি কাজ সারতে লেগে যায় এতগুলো দিন। গেল বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পেয়ারার সুবাস’র প্রিমিয়ার হয়েছে। জয়া ছাড়াও এই সিনেমায় আরও কাজ করেছেন তারিক আনাম খান, সদ্য প্রয়াত আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম। সিনেমাটির প্রদর্শনী চলছে আহমেদ রুবেলকে উৎসর্গ করে। এদিকে সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’- সিনেমার শুটিংও শেষ হয় কোভিড মহামারির আগে। নানা জটিলতায় আটকে ছিল অন্যান্য কাজ। সেসব সেরে অবশেষে মুক্তি দেয়া হয়েছে সিনেমাটি। এই সিনেমায় জয়ার চরিত্রের নাম বনলতা। ঊনিশশ’ সাতচল্লিশে পৃথিবী ছেড়ে চলে যাওয়া সেই নারী ভূত হয়ে ফিরে এসে নিজের মৃত্যুর কারণ উদ্ঘাটন করে চলেছেন। এই গোয়েন্দাগিরিতে তাকে সহযোগিতা করছে এক শিশু। ‘ভূতপরী’র চিত্রনাট্য নির্মাতা সৌকর্য ঘোষালের লেখা। সিনেমায় জয়ার সহশিল্পী ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি।