ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

প্রতারণার গল্প

স্টাফ রিপোর্টার
১০ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার
mzamin

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘পটল যখন পরিচালক’। ইরানী বিশ্বাসের রচনা ও সাদিকুল ইসলাম নিয়োগীর প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন- আরফান আহমেদ, লারা লোটাস, মো. ইকবাল বাবু, তারিক স্বপন, শফিক খান দিলু, আশা মজিদ রোজী, রহিম সুমন, সেলিম কামাল, হাসান মাহমুদ ও জান্নাতুল ফেরদৌস। নাটকে দেখা যাবে প্রতারণার গল্প। পটল নামের একজন পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকায় আসে। কিন্তু টাকার অভাবে তার কিছুই করা হয়ে ওঠেনি। অন্যদিকে মফিজ নামের এক গার্মেন্ট কর্মীর ইচ্ছে অভিনয় করার। একদিন পটলের সঙ্গে মফিজের পরিচয় হয়। পটল মফিজকে দিয়ে গ্রাম থেকে জমি বিক্রি করিয়ে টাকা আনায় নাটক বানানোর জন্য। পটল কারও ফোন কখনো রিসিভ করে না। মোবাইল কেটে দেয়। কিছুক্ষণ পর কলব্যাক করে তাদের বলে, আমি বিজি ছিলাম প্রডিউসারের সঙ্গে মিটিং নিয়ে। রিমি নামের একটি মেয়ে পটলের নাটকে অভিনয়ের স্বপ্ন দেখে। বিভিন্নভাবে পটলকে সে পটানোর চেষ্টা করে। পটলও তাকে মিথ্যা কথা বলতে থাকে। এভাবে একটার পর একটা মিথ্যা কথা বলে চলতে থাকে পটলের জীবন। অবশেষে নাটক বানানোর টাকা দিয়ে রিমিকে বিয়ে করে পটল। একপর্যায়ে মফিজ তার প্রেমিকার মাধ্যমে জানতে পারে পটলের প্রতারণার কথা। তারপর মফিজ পুলিশ নিয়ে পটলের বাসর ঘরেই হাজির হয়। এভাবেই এগিয়ে যায় গল্প।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status