ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

বায়তুল মোকাররমের সামনে থেকে আটক ৩

স্টাফ রিপোর্টার
৬ জানুয়ারি ২০২৪, শনিবার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে তিনজন মুসল্লিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর তাদের আটক করা হয়। এদিন জুমার নামাজের পর কিছুসংখ্যক মুসল্লি সরকারবিরোধী বক্তব্য ও ৭ তারিখের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে উপস্থিত অনলাইন গণমাধ্যমে বক্তব্য দিচ্ছিলেন। তখন পুলিশ তাদেরকে আটক করে। এসময় বায়তুল মোকাররমের সামনে পুলিশের একটি সাঁজোয়া যান ও একটি জলকামান দেখা গেছে। 
আটক প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, বায়তুল মোকাররমে ঘোষিত কোনো কর্মসূচি ছিল না। নামাজের পর কিছুসংখ্যক লোক হঠাৎ করে রাজনৈতিক ও নির্বাচনবিরোধী বক্তব্য দিতে শুরু করে। নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেয়া হয়েছে, যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের প্রচার-প্রচারণা ছাড়া অন্যান্য সভা-সমাবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সেজন্য এখানে যারা বক্তব্য দিচ্ছিলেন তাদের মধ্য থেকে ৩ জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। আমরা জিজ্ঞাসা করে দেখি তাদের কী উদ্দেশ্য ছিল।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status