দেশ বিদেশ
বায়তুল মোকাররমের সামনে থেকে আটক ৩
স্টাফ রিপোর্টার
৬ জানুয়ারি ২০২৪, শনিবারজাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে তিনজন মুসল্লিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর তাদের আটক করা হয়। এদিন জুমার নামাজের পর কিছুসংখ্যক মুসল্লি সরকারবিরোধী বক্তব্য ও ৭ তারিখের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে উপস্থিত অনলাইন গণমাধ্যমে বক্তব্য দিচ্ছিলেন। তখন পুলিশ তাদেরকে আটক করে। এসময় বায়তুল মোকাররমের সামনে পুলিশের একটি সাঁজোয়া যান ও একটি জলকামান দেখা গেছে।
আটক প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, বায়তুল মোকাররমে ঘোষিত কোনো কর্মসূচি ছিল না। নামাজের পর কিছুসংখ্যক লোক হঠাৎ করে রাজনৈতিক ও নির্বাচনবিরোধী বক্তব্য দিতে শুরু করে। নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেয়া হয়েছে, যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের প্রচার-প্রচারণা ছাড়া অন্যান্য সভা-সমাবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সেজন্য এখানে যারা বক্তব্য দিচ্ছিলেন তাদের মধ্য থেকে ৩ জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। আমরা জিজ্ঞাসা করে দেখি তাদের কী উদ্দেশ্য ছিল।