বিনোদন
আলাপন
চ্যালেঞ্জিং একটি চরিত্র করেছি -অধরা খান
ফয়সাল রাব্বিকীন
(২ বছর আগে) ২৪ জুন ২০২২, শুক্রবার, ৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৭ অপরাহ্ন

চলতি প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। নিজের অভিনীত ছবিগুলোর মধ্যে দিয়ে এরইধ্যে সম্ভাবনার জানান দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এরইমধ্যে কলকাতার একটি ছবিতেও কাজ করেছেন। দেশেও তার কয়েকটি ছবির শুটিং বাকী রয়েছে। সব মিলিয়ে কি অবস্থা? অধরা বলেন, ভালো। তবে সিলেট-সুনামগঞ্জের বন্যা আমাকে কষ্ট দিচ্ছে। সেখানকার বানভাসী মানুষের কষ্ট সহ্য করা যাচ্ছে না। তারপরও সুখবর হলো অনেকেই এগিয়ে এসেছেন এসব মানুষদের সহায়তায়। অনেকে সিলেট-সুনামগঞ্জ গিয়েও সহযোগিতার হাত বাড়াচ্ছেন। কেউ কেউ দূর থেকে করছেন। আমি নিজেও কিছু করার চেষ্টা করছি। সত্যি বলতে সারা বছরই নিজের সামর্থ্য অনুযায়ি মানুষের পাশে দাড়ানোর চেষ্টা থাকে। এবারও তাই করছি। কাজের কি খবর? এ নায়িকা বলেন, দুটি ছবির শুটিং কিছু অংশ করেছি। সামনে বাকী কাজ শুরু হবে। আর কলকাতার যে ছবির কাজ মালদ্বীপ, দুবাই ও মুম্বইতে করেছি, তার কাজও সামনে শুরু হবে। আর নতুন ছবির প্রস্তাব আসলে আসে। তবে আমি অপেক্ষা করছি। কিসের অপেক্ষা? অধরার উত্তর- চ্যালেঞ্জিং কাজের অপেক্ষা করছি। কারণ গতানুগতিক কাজ করতে চাচ্ছি না। সে ধরনের কাজ করে ক্যারিয়ারের কোনো বেনিফিটও নেই। প্রায়ই নতুন কাজের মিটিং হচ্ছে। তবে মনের মতো না হওয়ায় কাজ করা হচ্ছে না। তবে দ্রুতই হয়তো নতুন কাজের খবর আপনাদের জানাতে পারবো। ঈদে সৈকত নাসিরের ‘বর্ডার’ মুক্তির কথা রয়েছে। সেখানে কি ধরনের চরিত্রে অধরাকে দেখা যাবে? এ নায়িকা বলেন, এখানে গ্রামের একজন প্রভাবশালী সৎ নেতার মেয়ের চরিত্রে কাজ করেছি। যে নিজেও অনেক সামাজিক কাজ করে গ্রামের জন্য। প্রতিপক্ষ ও বর্ডারকেন্দ্রীক ঘটনা নিয়েই গল্প এগিয়ে যায় ছবিটি। খুব চ্যালেঞ্জিং একটি চরিত্র করেছি। আশা করছি ছবিটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।