ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি কৃষি মন্ত্রণালয়ের সতর্কতা

স্টাফ রিপোর্টার
২৪ জুন ২০২২, শুক্রবার

দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাধারণ কৃষি উন্নয়ন সংস্থা নামে একটি ভুঁইফোঁড় সংস্থা। গত ১লা জুন ওয়েবসাইটের মাধ্যমে সংস্থাটি এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোগোর অনুরূপ লোগো এবং স্লোগান ব্যবহার করেছে সংস্থাটি। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ সোনার বাংলা গড়ার অঙ্গীকার পূরণের লক্ষ্যে সাধারণ কৃষি উন্নয়ন সংস্থায় ‘সোনার বাংলা প্রকল্পে’ সারা দেশে মাঠ পর্যায়ে সম্পৃক্ত হয়ে কৃষকদের মাঝে উন্নতমানের ধান বীজ, সার ও পুষ্টিকর ফসল বীজ বিনামূল্যে সরবরাহের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন করে অস্থায়ী চুক্তিভিত্তিক জনবল নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে প্রকল্পের মেয়াদ ১০ বছর হবে। বিজ্ঞপ্তির কোথাও ফোন নম্বর কিংবা অফিসের ঠিকানা উল্লেখ নেই।
প্রকল্প পরিচালক হিসেবে শেখ হেলাল উদ্দিন আহম্মেদ এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সিফাতউল্লাহ হাওলাদার নামে দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি নজরে আসলে গতকাল বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃতপক্ষে কৃষি মন্ত্রণালয়ের নিজস্ব তত্ত্বাবধানে, এমনকি কৃষি মন্ত্রণালয়ের অধীন ১৭টি দপ্তর ও সংস্থায় ‘সোনার বাংলা প্রকল্প’ নামে কোনো প্রকল্প বাস্তবায়নাধীন বা প্রক্রিয়াধীন পর্যায়ে নেই। ‘সোনার বাংলা প্রকল্প’ নামক একটি অপরিচিত বেসরকারি সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয়ের নাম উল্লেখ করা এবং নিয়োগ বিজ্ঞপ্তির উপরের অংশে কৃষি মন্ত্রণালয়ের স্লোগান ‘কৃষিই সমৃদ্ধি’ ব্যবহার করা একটি অনৈতিক এবং বেআইনি কাজ। এই নিয়োগ বিজ্ঞপ্তির কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক লেনদেন করে প্রতারিত হলে কৃষি মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর ও সংস্থার কোনো কর্মকর্তা বা কর্মচারী দায়ী থাকবে না।

 

বিজ্ঞাপন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status