বিনোদন
অন্তরঙ্গ ভিডিও ফাঁস
বিনোদন ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবারপরিচালক সন্দীপ রেড্ডি নির্মাণ করেছেন ‘অ্যানিমেল’ সিনেমা। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। গেল ১লা ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। এ সিনেমায় জোয়া চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। মুক্তির আগেই তার এই চরিত্র নিয়ে তৈরি হয় রহস্য। সে রহস্য উন্মোচনের আগেই রণবীর কাপুরের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, বস্ত্রহীন তৃপ্তি বিছানায় শুয়ে আছেন, তার ওপর শুয়ে আছেন রণবীর। জানা যায়, ‘অ্যানিমেল’ সিনেমার গল্পে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রণবীর-রাশমিকা। কিন্তু তৃপ্তির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর। ওই সময়ে রোমান্সে মেতে উঠেন তারা। সেখানকার একটি ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো বক্তব্য দেননি তৃপ্তি। এর আগে তিনি বলেছিলেন, রণবীর কাপুরের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। দুর্দান্ত একজন অভিনেতা ছাড়াও চমৎকার একজন মানুষ তিনি। তবে, তার এই ভিডিও ফাঁস হওয়ার পর বিশদ সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা। অনেকেই তৃপ্তিকে বেশ গালমন্দও করেছেন। ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর, রাশমিকা ও তৃপ্তি ছাড়াও আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া।