বিনোদন
কড়া জবাব
বিনোদন ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৩, সোমবারসামাজিক যোগাযোগ মাধ্যমে বার বার ট্রোলের শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সন্তান জন্মের আগে থেকেই একের পর এক ট্রোলের মুখে পড়তে হচ্ছে তাকে। কখনো শরীর কখনো আবার জীবনযাত্রা নিয়ে। এসব নিয়ে বেশি পাত্তা দেননি তিনি কখনোই। চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে এনেছিলেন রাজ-শুভশ্রী। তখন থেকেই যেন ট্রোলিং আরও বেড়েছে। ছেলে ইউভানের জন্মদিনে পার্টি করা থেকে কেন গর্ভাবস্থায় ডান্স বাংলা ডান্সের শুটিং করছেন অভিনেত্রী, উঠছে এমন হাজারও প্রশ্ন। শুধু তাই নয়, চেহারা নিয়েও নানা সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। গেল বৃহস্পতিবার কন্যাসন্তানের মা হয়েছেন শুভশ্রী। হাসপাতাল থেকে মেয়ের নামসহ সুখবর দিয়েছেন রাজ-শুভশ্রী। তারপরও চলতে থাকে নানামুখী মন্তব্য। সম্প্রতি একটি ভিডিও বার্তায় এসব সমালোচনারর কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায় মেকআপ করছেন শুভশ্রী। সেই সময় আশপাশ থেকে ভেসে আসে নানা মন্তব্য। কেউ বলছেন, বাবা! এখনো কাজ করছো! বাচ্চার দিকে একটু মন দাও। কেউ কেউ বলেছেন, এবার আর হিরোইনের ক্যারেক্টর করতে হবে না। পুরো মা। মায়ের রোল ছাড়া আর কিছুই পাবে না, দেখে নিও। এসব মন্তব্য দেখে শুভশ্রী মন্তব্যকারীদের উদ্দেশ্যে নিজের মধ্যমা আঙ্গুুলটি তুলে দেখান। তার এমন প্রতিবাদ দেখে আরও কুমন্তব্য করতে থাকেন অনেকেই।