বিনোদন
অপেক্ষার অবসান
বিনোদন ডেস্ক
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবারসম্প্রতি বার বার খবরের শিরোনামে আসছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। বিশেষ করে ক’দিন আগে তার ‘ডিপফেক’- ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়। এমন ভুয়া আপত্তিকর ভিডিও ছড়ানোর দায়ে এক কিশোর গ্রেপ্তারও হয়েছে মুম্বই পুলিশের হাতে। এদিকে এবার এ বিষয়টি থেকে মনোযোগ ফেরালেন রাশমিকা। কারণ আজই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘অ্যানিমেল’। এতে তার বিপরীতে থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। এরইমধ্যে ছবিটির ট্রেলার প্রকাশ হয়েছে। ছবিটিকে ঘিরে দর্শকদের উত্তেজনার পারদও চরমে। কারণ এ ছবিতে একেবারে অন্যরূপে দেখা মিলবে রণবীর কাপুরের। আর তার বিপরীতে দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। জানা গেছে, এ ছবিতে অভিনয় করতে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, এ ছবিটিকে নিজের ক্যারিয়ারের সব থেকে চ্যালেঞ্জিং ছবিও মনে করছেন তিনি। রাশমিকা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, এ সিনেমা আমার ক্যারিয়ারগ্রাফ পাল্টে দিতে পারে। কারণ আমি যে রূপে পর্দায় হাজির হয়েছি তাতে তেমনটা হয়নি। পুরোপুরি চ্যালেঞ্জিং একটি চরিত্র, আমিও সেটা গ্রহণ করেছি। তাই ভীষণভাবে অপেক্ষা করছি ছবিটি মুক্তির জন্য। অবশেষে রাশমিকার সেই অপেক্ষার অবসান ঘটছে আজ। অ্যাকশনে ভরপুর ‘অ্যানিমেল’ সিনেমা পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি।