বিনোদন
ফের একসঙ্গে আমির-কিরণ
বিনোদন ডেস্ক
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
একজন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। আরেকজন দারুণ পরিচালক। ‘লগান’ ছবির শুটিং ফ্লোর থেকে আলাপ। তারপর বন্ধুত্ব, প্রেম এবং ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির খান। কিন্তু ২০২১ সালে আমির ও কিরণ সিদ্ধান্ত নেন আলাদা হবার। তবে এবার ফের এক ছাদের তলায় আসছেন তারা। আমির ও কিরণকে করণ জোহর আনছেন তার ‘কফি উইথ করণ’ শোতে। তাদের দিয়েই শেষ হবে এ মৌসুমের ‘কফি উইথ করণ’।