বিনোদন
সায়মা স্মৃতির নতুন মিশন
স্টাফ রিপোর্টার
২৯ নভেম্বর ২০২৩, বুধবারকদিন আগেই মুক্তি পেয়েছে সায়মা স্মৃতি অভিনীত সিনেমা ‘যন্ত্রণা’। আরিফুর জামান আরিফ পরিচালিত এ ছবিতে আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এটিই তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা। যদিও তার আগে আরও তিনটি সিনেমার কাজ শেষ করেছেন এই গ্ল্যামারাস নায়িকা। হরতাল-অবরোধসহ নানা কারণে ‘যন্ত্রণা’ ব্যবসায়িক দিক দিয়ে খুব একটা সুবিধা করতে না পারলেও ছবিতে সায়মার উপস্থিতি সম্ভাবনার জানান দিয়েছে। বেশ আগেই এইচআর হাবিবের ‘জলকিরণ’র কাজ শেষ করেছেন সায়মা। এর বাইরে সরকারি অনুদানের ছবি ‘জলরঙ’ এও একটি চরিত্র দেখা মিলবে তার। ছবিটির পরিচালক অপূর্ব রানা। অন্যদিকে আবু সাঈদের ‘সংযোগ’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি, এ ছবিটিও নতুন বছরে মুক্তির কথা রয়েছে। সায়মা স্মৃতি মানবজমিনকে বলেন, ‘যন্ত্রণা’ ছবিটি মুক্তি পেয়েছে। যারাই দেখেছেন প্রশংসা করেছেন। সামনে আমার তিনটি সিনেমা আসছে। তিনটিই নতুন বছরে মুক্তির কথা রয়েছে। নতুন সিনেমা নিয়ে সায়মা স্মৃতি বলেন, আমার সব চিন্তা-ভাবনাই এখন সিনেমাকে কেন্দ্র করে। তাই নিজেকে আরও তৈরি করারও চেষ্টা করছি। আর নতুন বছরে নতুন মিশন শুরু হবে। এরমধ্যে নতুন কয়েকটি ছবি নিয়ে অনেক দূর কথা এগিয়েছে। ব্যাটে-বলে মিলে গেলে সেগুলো করবো।