বিনোদন
বড় চমক
বিনোদন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, বুধবার
অভিনেতা-পরিচালক ঋষভ শেট্টির সুপারহিট কন্নড় ছবি ‘কান্তারা’ ২০২২ সালে মুক্তি পায়। ছবিটি ছিল দারুণ ব্যবসাসফল। এরপর থেকেই অনেকে ছবিটির সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে অপেক্ষার অবসান হলো। ‘কান্তারা-২’-এর ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে। প্রথম লুকেই বড় চমক দিয়েছেন পরিচালক। নির্মাতারা নাম দিয়েছেন ‘কান্তারা লেজেন্ড: চ্যাপ্টার-১’।