দেশ বিদেশ
মাদারগঞ্জে বন্যার স্র্রোতে রাস্তা ভেঙে ১০ গ্রাম প্লাবিত
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
২১ জুন ২০২২, মঙ্গলবারমাদারগঞ্জ-সারিয়াকান্দি অভিমুখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের গ্রামীণ অবকাঠামো (কাবিটা) প্রকল্পের আওতায় নতুন ৬ কি.মি. কাঁচা সড়কটি সদ্য নির্মাণ শেষে বন্যার পানির চাপে প্রায় ২০০ মিটার ভেঙে গেছে। প্রবল বেগে পানি প্রবেশ করে নতুন এলাকা প্লাবিত হয়েছে। সোমবার সকালে রাস্তা ভেঙে যাওয়ার ফলে অন্তত দশ গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জানা গেছে, ২১-২২ অর্থবছরে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বেপারীপাড়া মসজিদের পাকা রাস্তা থেকে চারশুভগাছা বাদশার বাড়ি পর্যন্ত ৬ কি.মি. নতুন রাস্তা নির্মাণ প্রকল্পে ৬ কোটি টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রকল্প চেয়ারম্যান ও বালিজুড়ী ইউনিয়ন চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম বলেন, গত মে মাসে সরকারি নির্দেশনা মোতাবেক রাস্তার কাজ শেষ করা হয়। আজ যমুনার প্রবল স্রোতে রাস্তার গাবেরগ্রাম অংশের প্রায় ২০০ মিটার ভেঙে যায়। অপরদিকে মাদারগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল সাংবাদিকদের বলেন, নির্মাণাধীন রাস্তাটির জন্য দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বিশেষ বরাদদ্দ দেওয়া হয়েছে। সড়কটি বগুড়ার সারিয়াকান্দি ঘাটে যাতায়াতের জন্য নতুনভাবে নির্মাণকৃত কাজের অধিকাংশ কাজ সমাপ্তির পথে।