দেশ বিদেশ
মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী ওয়ালিউল্লাহ’র পিএইচডি ডিগ্রি অর্জন
মালয়েশিয়া প্রতিনিধি
(৩ বছর আগে) ২০ জুন ২০২২, সোমবার, ৭:১৫ অপরাহ্ন

মালয়েশিয়ার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মো. ওয়ালিউল্লাহ জাহিদ বিজনেস ম্যানেজম্যান্ট, হিউম্যানিটি ও ম্যানপাওয়ার বিষয়ে মালয়েশিয়া থেকে উইলমিংটন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
শনিবার কুয়ালালামপুর সুবাংজায়ায় এজেন্ডা সুরিয়া কনভেনশন সেন্টারে শিক্ষার্থীদের প্রথম ভোকেশন অনুষ্ঠিত হয়েছে। এসময় ওয়ালিউল্লাহ জাহিদসহ শিক্ষার্থীদের হাতে আমেরিকার উইলমিংটন মেট্রোপলিটন ইউভার্সিটির প্রফেসর দাতু সেরিমাইকেন জন সার্টিফিকেট তুলে দেন।
সমাবর্তন অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পাহাং রাজ্যের রাজপরিবার ও তান সেরী তেংকু আজলান বিন আলমাহরুম সুলতান আবুবকর এবং তার সহধর্মিণী।