বিনোদন
প্রেমিকার গানে হৃতিকের উচ্ছ্বাস
বিনোদন ডেস্ক
২০ জুন ২০২২, সোমবার
হৃতিক রোশানের প্রেমিকা সাবা আজাদ একজন গায়িকা ও অভিনেত্রী। সম্প্রতি প্রকাশ পেয়েছে সাবার একটি গান। আর প্রেমিকার গানে ব্যাপক উচ্ছ্বসিত হৃতিক। ‘আই হেয়ার ইউর ভয়েস’র প্রশংসায় পঞ্চমুখ নায়ক। মিডিয়ার কাছেও তিনি গানটি নিয়ে নিজের ভালোলাগার কথা জানিয়েছেন। হৃতিক বলেন, এ অসাধারণ এক গান। দুর্দান্ত পারফরমেন্স। অনেকদিন পর এমন একটি গান শুনলাম। ধন্যবাদ সাবাকে।