বিনোদন
অভিমানের বরফ গললো সানী-মৌসুমীর
স্টাফ রিপোর্টার
১৮ জুন ২০২২, শনিবার
জায়েদ খান ইস্যুতে চড়-পিস্তলকাণ্ডে ওমর সানী ও মৌসুমী দম্পতির সম্পর্কে দূরত্বের খবর সামনে আসে। শোবিজ ও অন্তর্জালে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই তারকা দম্পতি। অনেকেই ধারণা করছিলেন, তবে কী ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে। না সে রকম ঘটছে না। স্বস্তির ব্যাপার হচ্ছে, অবশেষে সানী-মৌসুমীর অভিমানের বরফ গলেছে। সেই খবর নিজেই জানিয়েছেন ওমর সানী। অন্তর্জালে একটি পারিবারিক ছবি পোস্ট করে এই অভিনেতা ক্যাপশন জুড়েছেন- সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। ছবিতে দেখা যাচ্ছে, খাওয়ার টেবিলে মুখোমুখি সানী-মৌসুমী দম্পতিকে। সঙ্গে ছিলেন ছেলে ফারদিনসহ পরিবারের অন্য সদস্যরাও। এই ছবিতে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারা।
পাঠকের মতামত
আমি মৌসুমিকান্ডে বেশ অবাক হয়েছিলাম। কি করে যে ওমর সানির মত একজন অশিক্ষিত লোককে বিয়ে করল ভেবে পাচ্ছিলাম না। তারপরও ২৭ বছর সংসার করার পরে ওমর সানিকে এভাবে অসম্মান করাটাকে মেনে নিতে পারি নি। বিয়েটা ভাঙলে অপবাদটা মৌসুমিকেই নিতে হবে।
মৌসুমী অনেক ভুল করেছিল ওমর সানীকে বিয়ে করে. ওমর সানীকে একটা গাধার মতো লাগে আনস্মার্ট.কি দেখে মিডিয়ার মেয়ে গুলা না ওদেরকে বিয়ে করে বুজা বোরো মুশকিল