বিনোদন
পদ্মা সেতুর উদ্বোধনে বিশেষ আয়োজন
স্টাফ রিপোর্টার
১৮ জুন ২০২২, শনিবার
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হবে ২৫শে জুন। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে বেশ কয়েকটি অনুষ্ঠান। এদিন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের পাশাপাশি বিটিভি’র স্টুডিও থেকে সরাসরি পদ্মা সেতুর ওপর বিশেষ সংগীতানুষ্ঠান এবং কবিতা পাঠের অনুষ্ঠান প্রচার হবে। সরাসরি প্রচারিত ‘এই সময়’ অনুষ্ঠানের এ দিনের পর্বটিও সাজানো হয়েছে সেতু উদ্বোধনকে ঘিরে। এছাড়া জুন মাসজুড়ে প্রচারের জন্য নির্মিত হয়েছে নানা অনুষ্ঠান।