বিনোদন
প্রথমবার একসঙ্গে তৌসিফ-মাহি
স্টাফ রিপোর্টার
১৭ জুন ২০২২, শুক্রবার
চলতি প্রজন্মের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ঈদের কাজ নিয়ে এখন চলছে তার ব্যাপক ব্যস্ততা। অন্যদিকে এ সময়ের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। ঈদের কাজ খুব বেছে বেছে এবার করছেন বলে জানালেন। তবে নতুন খবর হলো এবার একসঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হলেন তৌসিফ ও মাহি। সম্প্রতি তারা একটি ঈদ নাটকের কাজ শেষ করেছেন। নাটকটি পরিচালনা করেছেন ইমরুল রাফাত। রোমান্টিক ঘরানার এ নাটকটি প্রসঙ্গে তৌসিফ বলেন, খুব আলাদা ও সময়োপযোগী একটি গল্প। কাজ করে ভালো লেগেছে। এই প্রথম মাহি ও আমি কাজ করলাম একসঙ্গে। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আশা করছি আমাদের এ নাটকটি ঈদে দর্শক পছন্দ করবেন। এদিকে এ নাটকে অভিনয়ের বিষয়ে সামিরা খান মাহি বলেন, এবার ঈদে খুব বেছে কাজ করছি। আলাদা গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র ছাড়া আসলে কাজ করতে ইচ্ছা হয় না। সেদিক থেকে নাম না ঠিক হওয়া এ নাটকের গল্পটা দারুণ। তাছাড়া তৌসিফ ভাইয়ের বিপরীতেও এটাই আমার প্রথম কাজ। খুব কো-অপারেটিভ তিনি। আশা করছি দর্শক পছন্দ করবেন নাটকটি। এদিকে তৌসিফ বর্তমানে এনটিভির ‘জয়েন্ট ফ্যামিলি’ ধারাবাহিকে কাজ করছেন। আর ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে মাহি ‘গার্লস স্কোয়াড টু’ সিরিজের কাজ শেষ করেছেন। পাশাপাশি ঈদের বিশেষ কিছু নাটকে এবার দেখা যাবে তাকে।