বিনোদন
আলোচনায় ফারিন
স্টাফ রিপোর্টার
৪ অক্টোবর ২০২৩, বুধবার
মডেলিং ও সিনেমায় ক্যারিয়ার শুরু করলেও গত কয়েক মাসে নাটক নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন চলতি প্রজন্মের অভিনেত্রী ফারিন খান। এরইমধ্যে কমপক্ষে হাফ ডজন নতুন নাটকের কাজ শেষ করেছেন তিনি। এসব নাটকে তাকে পাওয়া যাবে তৌসিফ মাহবুব, আরশ খানদের সঙ্গে। এদিকে সম্প্রতি ফারিন অভিনীত নতুন একটি নাটক মুক্তির পর বেশ প্রশংসিত হচ্ছেন তিনি। নাটকের নাম ‘প্রাণ দিতে চাই’। এটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। আর এতে ফারিনের বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। এ নাটকে এমন এক তরুণীর চরিত্রে তিনি অভিনয় করেছেন যাকে পুরো নাটকে এক রকম দেখা যাবে, আর শেষে দেখা যাবে আরেক রূপে। শেষ পর্যন্ত প্রেমিককে খুনও করেন তিনি। এরইমধ্যে নাটকটির স্টিল, সংলাপ, ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আলোচনা হচ্ছে ফারিনকে নিয়ে। এ বিষয়ে এ অভিনেত্রী বলেন, এটি আমার জন্য খুবই আনন্দের একটি খবর। কারণ এত নাটকের ভিড়ে এ নাটকটি থেকে দুর্দান্ত সাড়া পাচ্ছি। তাছাড়া পরিচালক বান্নাহ ভাই আমাকে এমন একটি চরিত্রের জন্য নির্বাচন করেছেন বলে তার প্রতিও আমি কৃতজ্ঞ। নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছি এখানে। সেই সুযোগটা শতভাগ কাজে লাগাতে চেয়েছি। এরইমধ্যে নাটকটি পছন্দ করছেন দর্শক, এটাই বড় পাওয়া। এদিকে জানা গেল, আরশ খানের সঙ্গে জুটি বেঁধে এরইমধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন ফারিন। তাছাড়া নতুন বছর ও ভালোবাসা দিবসের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।