বিনোদন
আলোচনায় ফারিন
স্টাফ রিপোর্টার
৪ অক্টোবর ২০২৩, বুধবার
মডেলিং ও সিনেমায় ক্যারিয়ার শুরু করলেও গত কয়েক মাসে নাটক নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন চলতি প্রজন্মের অভিনেত্রী ফারিন খান। এরইমধ্যে কমপক্ষে হাফ ডজন নতুন নাটকের কাজ শেষ করেছেন তিনি। এসব নাটকে তাকে পাওয়া যাবে তৌসিফ মাহবুব, আরশ খানদের সঙ্গে। এদিকে সম্প্রতি ফারিন অভিনীত নতুন একটি নাটক মুক্তির পর বেশ প্রশংসিত হচ্ছেন তিনি। নাটকের নাম ‘প্রাণ দিতে চাই’। এটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। আর এতে ফারিনের বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। এ নাটকে এমন এক তরুণীর চরিত্রে তিনি অভিনয় করেছেন যাকে পুরো নাটকে এক রকম দেখা যাবে, আর শেষে দেখা যাবে আরেক রূপে। শেষ পর্যন্ত প্রেমিককে খুনও করেন তিনি। এরইমধ্যে নাটকটির স্টিল, সংলাপ, ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আলোচনা হচ্ছে ফারিনকে নিয়ে।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]