বিনোদন
এখনো সিঙ্গেল
স্টাফ রিপোর্টার
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারনতুন প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা। সম্প্রতি তিনি সিঙ্গেল বলে দাবি করেছেন। শিলা বলেন, বর্তমানে কারও সঙ্গেই সম্পর্কে নেই আমি। একদম সিঙ্গেল। তবে, মনের মানুষ পেলেই বিয়ে করবো। ২০১৪ সালে ‘হিটম্যান’- চলচ্চিত্রের মাধ্যমে শিলার যাত্রা শুরু। এরপর তিনি কাজ করেছেন ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘মিয়াবিবি রাজী’, ‘আমার সিদ্ধান্ত’, ‘বীরাঙ্গনা ৭১’ ছবিতে।