ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

মেলবোর্নে একমঞ্চে পার্থ ও তার কন্যা

স্টাফ রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারmzamin

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড সোলস বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত ১৬ই সেপ্টেম্বর মেলবোর্নের উইলিয়ামস টাউন হলে মিউজিক্যাল নাইট অনুষ্ঠানে পারফর্ম করে ব্যান্ড দলটি। সোলসের রজতজয়ন্তী স্মরণীয় করতে সোলসের সদস্যদের আহ্বানে চমকে দিয়ে মঞ্চে আসেন সোলসের প্রতিষ্ঠাতা সদস্য ও অসংখ্য সুপারহিট গানের সুরকার ও সংগীত পরিচালক নকীব খান। সোলসের পরিবেশনায় একে একে নকীব খান গেয়ে শোনান- মুখরিত জীবন, তোরে পুতুলের মতো করে, ভালো লাগে জ্যোৎস্না রাতে, হৃদয় কাদামাটি গানগুলো। সোলস এবং নকীব খানের গানের সুরে হলভর্তি দর্শকদের অন্যরকম উচ্ছ্বাস দেখা গেছে। প্রায় দুই ঘণ্টায় ১৬টি গান পারফর্ম করে সোলস। মজার বিষয় হলো- এই প্রথম সোলসের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন গায়ক পার্থ বড়ুয়ার কন্যা রূপা বড়ুয়া। মেলবোর্নে লেখাপড়া করেন তিনি। কনসার্ট দেখতে এসে বাবা পার্থ বড়ুয়ার সঙ্গে ‘রাত এখনো বাকি’ গানটি দর্শকদের গেয়ে শোনান রূপা। মেলবোর্নের কনসার্ট প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, মেলবোর্নের কনসার্টটি সোলসের জন্য স্মরণীয়।

বিজ্ঞাপন
কারণ সোলসের ৫০ বছর পূর্তিতে একমঞ্চে নকীব ভাইকে পাবো এটা আশা করিনি। 

দর্শকদের একটি ভালো অনুষ্ঠান উপহার দিতে পেরেছি। কন্যার সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে পার্থ বলেন, রূপা মেলবোর্নে লেখাপড়া করে। মাঝে মধ্যে গান করে। আজকে সে আমাদের সঙ্গে গাইবে কল্পনা করিনি। এটা সত্যিই আমার জন্য অনেক স্পেশাল। দীর্ঘ সংগীত জীবনে আজকের দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। মেলবোর্নে এই মিউজিক্যাল নাইট আয়োজন করেছে আইকনিক ট্রেড অস্ট্রেলিয়ার মোশাররফ হোসাইন রেহান, কাজী হোসাইন বাপ্পি, ফরিদুল ইসলাম রিয়াদ ও জামিল সাখাওয়াত।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status