দেশ বিদেশ
উমরাহ করতে আসা নারীদের পোশাক কেমন হবে জানালো সৌদি আরব
মানবজমিন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবারউমরাহ পালন করতে আসা নারীদের পোশাক নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। দেশটির উমরাহ ও হজ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে নতুন এই নিয়মের কথা ঘোষণা করেছে। এতে বলা হয়, উমরাহ পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যেকোনো পোশাক পরতে পারবেন। তবে সেটি অবশ্যই নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে হতে হবে। গালফ নিউজ জানিয়েছে, পোশাকের বিষয়ে কয়েকটি শর্ত দিয়েছে সৌদি মন্ত্রণালয়টি। এগুলো হচ্ছে, নারীদের পোশাক অবশ্যই ঢিলেঢালা হতে হবে, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না এবং শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে। পবিত্র হজের সময় ব্যতীত যেকোনো সময় উমরাহ পালন করা যায়। তবে বছরের একটি নির্দিষ্ট সময় উমরাহ করতে বেশি মানুষের আগমন ঘটে। যেটিকে উমরাহর মৌসুম হিসেবে বলা হয়। যা হজের পরপরই শুরু হয়।
এ বছর এরইমধ্যে ওই মৌসুম শুরু হয়ে গেছে।