বিনোদন
অপেক্ষার পালা শেষ
স্টাফ রিপোর্টার
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’। এর শুটিং বেশ আগেই শেষ হয়েছে। অপেক্ষা ছিল ছবিটি মুক্তির। এবার অপেক্ষার পালা শেষ হচ্ছে। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, সিনেমাটি আগামী ৫ই অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে। এর আগে গত বছরের শেষের দিকে সিনেমাটির টিজার প্রকাশ পায়। সে সময় মুক্তির কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। ‘খুফিয়া’র শুটিং শেষ হয়েছে গত বছর। সিনেমায় বাঁধন ছাড়া অভিনয় করেছেন আলী ফজল, টাবু, আশীষ বিদ্যার্থীসহ অনেকেই। এ ছবিতে কাজের অভিজ্ঞতা বিষয়ে বাঁধন বলেন, এটা অবশ্যই ভালো লাগার বিষয়।
বিজ্ঞাপন